শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সোহেল রানার উপলব্ধি

শোবিজ প্রতিবেদক

সোহেল রানার উপলব্ধি

প্রখ্যাত চলচ্চিত্রকার মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা বলেন, স্বর্ণালি শব্দটার গভীরতা অনেক বেশি। স্বর্ণালি বলব না, একসময় ভালো সিনেমা তৈরি হতো সেটা বলব। আমি মনে করি, শুধু স্বর্ণালি দিনের সিনেমা নয়, সবকিছুই তখন স্বর্ণালি ছিল। আমাদের সময় স্বর্ণালি মানুষ ছিল। স্বর্ণালি পৃথিবী ছিল। স্বর্ণালি সময় ছিল। সবকিছুই স্বর্ণালি ছিল আমাদের সময়ে। সহশিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, আমরা পরস্পরকে ভালোবাসতাম, সম্মান করতাম, কাজেই সুসম্পর্ক ছিল আমাদের মধ্যে। আমাদের সময় ভালো কাজ করার, ভালো সিনেমা করার প্রতিযোগিতা ছিল। সবাই পরিশ্রম করতাম। সবাই ভালো কাজের পেছনে ছুটতাম। কিন্তু আমরা ছিলাম বন্ধু। সেই বন্ধুত্ব সারা জীবন রয়ে গেছে। নিঃসন্দেহে বলতে পারি যে, আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল। ভালো সিনেমা করার প্রতিযোগিতা ছিল। তিনি বলেন, খারাপ লাগে, ভাবি জীবন থেকে একটা বছর চলে গেল। জীবন ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। এ বিষয়টা খুব ভাবায়। আবার ভালো লাগে যখন মানুষের ভালোবাসা পাই। এ বয়সে এসে চাওয়া হলো-সুস্থ থাকা। একবার ভয়াবহ অসুখে পড়েছিলাম। আল্লাহ সুস্থ করেছেন। এখন চাওয়া যে কয়টা দিন আছি, সুস্থ থাকতে চাই। সুস্থভাবে বাঁচতে চাই।

সর্বশেষ খবর