শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

হীরামনের নায়ক আর নেই

শোবিজ প্রতিবেদক

হীরামনের নায়ক আর নেই

আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় লোকগাঁথা ধারবাহিক নাটক ‘হীরামনের’ দর্শকপ্রিয় নায়ক জালালউদ্দিন আহমেদ ডল্টু আর নেই। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি (ইন্না...রাজিউন)। তিনি ১৯৬৪ সালে বিটিভির জন্মলগ্ন থেকেই টিভিনাটকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিটিভি ও বেতারের ‘এ’ গ্রেডের শিল্পী ছিলেন। চলচ্চিত্রশিল্পী সমিতিরও সদস্য ছিলেন। আশকার ইবনে শাইখ, রিয়াজউদ্দিন বাদশাসহ প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করেছেন। অসংখ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন এ অভিনেতা। এর মধ্যে ‘সত্যের মৃত্যু নেই’, ‘মিথ্যার মৃত্যু’ ছাড়াও অনেক জনপ্রিয় ছবি রয়েছে। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হলো ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে। এ অভিনেতা ছিলেন বরেণ্য চলচ্চিত্রনির্মাতা ছটকু আহমেদের ছোট ভাই। ১৯৫১ সালের ১২ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। বুধবার রাতেই পুরান ঢাকার নারিন্দার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর