শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সুন্দরবনে সুচন্দা ববিতা

শোবিজ প্রতিবেদক

সুন্দরবনে সুচন্দা ববিতা

হঠাৎ সুন্দরবনের সৌন্দর্যের লীলাভূমি ঘুরে গেলেন প্রখ্যাত অভিনেত্রী সুচন্দা ও ববিতা। বুধবার দুপুরের পর বনের করমজলে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ঘুরতে আসেন তারা। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে ঢাকার উদ্দেশে রওনা হন। করমজল বন্যপ্রাণী ও ইকোট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, দুপুরের দিকে এক বনরক্ষী জানায়, করমজলে অভিনেত্রী সুচন্দা এবং ববিতা আমাদের সুন্দরবনের ঘাটে এসেছেন। আমি তাৎক্ষণিক তাদের কাছে যাই। এ সময় করমজলে প্রায় ৫ শতাধিক পর্যটক ছিল। তাদের সঙ্গে সবাই টিকিট কেটে করমজল পর্যটন স্পটে আসেন। চিত্রজগতের নায়িকারা আসার খবরে সুন্দরবন না ঘুরে এখানে নায়িকাদের সঙ্গে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পর্যটকরা। নায়িকারাও আন্তরিকতা দেখিয়ে সবার সঙ্গে ছবি তুলেছেন। বনরক্ষীদের সহায়তায় এখানকার সব বন্যপ্রাণী ও এর আশপাশের সৌন্দর্যবর্ধন  ফুল ট্রেলার, ওয়াচ টাওয়ারসহ সব স্থাপনা ঘুরে দেখেন তারা। দুপুরের পর তারা পুনরায় লঞ্চেযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। এর আগে এ নায়িকারা সুন্দরবনের পর্যটন স্পট কটকা, কচিখালী ভ্রমণ করেছেন। আজাদ কবির জানান বন বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়াসহ সব সহায়তা দেওয়া হয়।

সর্বশেষ খবর