রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ছোট পর্দায় পালাবদল...

ছোট পর্দায় পালাবদল...

টিভি নাটকের পালাবদল প্রজন্ম থেকে প্রজন্ম ধরে। বিটিভি যুগের সময় থেকে এ সময়ে অনেক রঙিন মুখের আবির্ভাব ঘটেছে মিডিয়ায়। তবে এক দশক ধরে যেসব অভিনয়শিল্পী ছোট পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন তাদের পরে নিজস্ব অভিনয়শৈলী ও মেধা দিয়ে স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন বেশকিছু নতুন মুখ।  ছোট পর্দার সেই পালাবদলের গল্প তুলে ধরেছেন- পান্থ আফজাল

 

একসময় একটাই চ্যানেল ছিল-বাংলাদেশ টেলিভিশন। এত বিজ্ঞাপন বিরতি ছিল না। নাটক ছিল ভীষণ মানসম্মত। একের পর এক মন ভোলানো নাটক আমরা দেখেছি। তখন দর্শকপ্রিয় এসব নাটকে অভিনয় করেছিলেন উল্লেখযোগ্য সব তারকা অভিনয়শিল্পী। পরবর্তীতে আশির দশকে হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ নাট্যজগতে এক বিপ্লব এনেছিল। তার সৃষ্টির ঐতিহাসিক চরিত্রগুলোর অভিষেক ও জনপ্রিয়তা আমরা দেখেছি। সেসময় তারানা হালিম, শমী কায়সার, নিমা রহমান, তারিক আনাম, মিমি, জাহিদ হাসান, অপি করিম, আজিজুল হাকিম, তমালিকা, ঈশিতা, তারিন, টনি ডায়েস, সুইটি, রোজী সিদ্দিকী, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদসহ অনেকেই ছিলেন ছোট পর্দার উজ্জ্বল সব তারকা। আসাদুজ্জামান নূর, আফজাল, রাইসুল ইসলাম আসাদ, সুর্বণা জুটির ক্রেজ তখন তুঙ্গে। রোমান্টিক জুটি হিসেবে স্বার্থক। সেসময় নাটকের স্ক্রিপ্ট ছিল খুবই শক্তিশালী। অভিনয় ছিল মানসম্মত। নাটক তৈরি হতো কম। কিন্তু নাটক হতো মনে রাখার মতো অভিনয়শৈলীসম্পন্ন। একটা ঘণ্টা মনেই হয় না যেন কোনো নাটক দেখছি। মনে হয় যেন নিজের জীবনে নিজেদের পরিবারে এ ঘটনাপ্রবাহ ঘটে চলেছে। ১৪ ইঞ্চি সাদা-কালো টিভির সামনে মন্ত্রমুগ্ধের মতো বসে থাকা হতো। নাটক শেষ হলেও মনে তার রেশ রয়ে যেত। উত্তরসূরিদের পথ ধরে একসময় এসেছে জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, শমী কায়সার, আফসানা মিমি, তানিয়া আহমেদদের মতো জনপ্রিয় সব তারকা। এখনো তাদের কমবেশি দেখা যায়। এখনো তাদের নিয়ে দর্শকের মধ্যে অন্যরকম আগ্রহ লক্ষ্য করা যায়। পরবর্তীতে কালে কালে অনেক অভিনয়শিল্পীই মিডিয়ায় এসেছেন। কাজ করেছেন বা করছেন নতুন নতুন শিল্পীরা। দেশে এখন দুই ডজনের বেশি টিভি চ্যানেল থাকতেও পুরো বিনোদন অঙ্গন দখলে নিয়েছে ইউটিউব চ্যানেল। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে আবির্ভাব হয়েছে ওটিটি প্ল্যাটফরমের। এ মাধ্যমটি এখন বিনোদনের রাজত্ব করছে। ধীরে ধীরে এর গ্রহণযোগ্যতা আরও ছড়িয়ে পড়ছে চারপাশে। নানা সুবিধা থাকায় আলোচিত নির্মাতা ও অভিনয়শিল্পীরা ঝুঁকছেন ওটিটি প্ল্যাটফরমে। তাদের কাছে নির্ভরযোগ্য হয়ে উঠেছে বিনোদনের এ নতুন মাধ্যমটি। তারা টিভি নাটকের চেয়ে ওয়েব ফিল্ম কিংবা ওয়েব সিরিজের কাজকেই প্রাধান্য দিচ্ছেন। ইউটিউব ও ওটিটি প্ল্যাটফরমের কারণে টেলিভিশন নাটকে তারকাদের উপস্থিতি অনেক কমে গেছে। বিশেষ দিবস ছাড়া আলোচিত অভিনেতা-অভিনেত্রীদের পাওয়া যায় না চ্যানেলনির্ভর নাটকে। অনেকে টিভি নাটক একেবারে কমিয়ে ওয়েবের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। সেই সঙ্গে সিনেমাসহ ভিন্ন মাধ্যমে ব্যস্ততা বাড়াচ্ছেন। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, তারিন জাহান, জাকিয়া বারী মম, মুমতাহিনা চৌধুরী টয়া, আজমেরী হক বাঁধন, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, বিদ্যা সিনহা মিম, সজল, অপূর্ব, নিলয় আলমগীর, রিচি, মৌসুমী হামিদ, মিশু সাব্বির, ঊর্মিলা, মেহজাবিন, তৌসিফ, শবনম ফারিয়া, জোভান, নাদিয়া খানম, টয়া, এফএস নাঈম, নাদিয়া, ভাবনা, অর্চিতা স্পর্শিয়া, নওশাবা, মীর সাব্বির, মাসুমা রহমান নাবিল, ইরফান সাজ্জাদ, সাফা, সাবিলা নূর, অ্যালেন শুভ্রসহ অনেকেই রয়েছেন এ তালিকায়। নতুন তারকাদেরও অনেকে সুযোগ খুঁজছেন ওটিটিতে। ফলে তারকাশূন্য হয়ে যাচ্ছে টিভি নাটক। শীর্ষ অভিনেত্রী মেহজাবীন এখন ছোট পর্দার কাজ কমিয়ে ব্যস্ত ওটিটি ও সিনেমায়। অন্যদিকে আফরান নিশো-অপূর্বও ব্যস্ত ওটিটি-সিনেমায়। অভিনয়ে এগিয়ে থাকা তানজিন তিশাও কম নাটক করছেন। তবে জোভান, তৌসিফরা এখন নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে নাটক করছেন। সাবিলা নূর, অপূর্ব, সাফা, নাজিয়া হক অর্ষা, তাহসান খান, রোবেনা জুঁই, অহনা, মুশফিক আর ফারহান, নাদিয়া মিম, মিথিলা, তাসনোভা তিশা, শায়লা সাবি, নিলয়রা সময়ের সঙ্গে থাকার চেষ্টা করে যাচ্ছেন। এদিকে এখন তো মিডিয়াতে আলাদা জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিণ। তবে এ শিল্পীও ওটিটি-সিনেমার দিকে ঝুঁকছেন; নাটক করছেন কম। টিভি নাটকে প্রতিনিয়ত আসছে নতুন মুখ। মেধা, প্রচেষ্টা ও অভিনয় দিয়ে উজ্জ্বল হচ্ছেন শোবিজের আকাশে। ইয়াশ রোহান, আরশ খান, জান্নাতুল সুমাইয়া হিমি, তানিয়া বৃষ্টি, শামিম হাসান সরকার, কেয়া পায়েল, নাদিয়া নদী, সাদিয়া আয়মান, তটিনি, নওবা তাহিয়া, নিশাত প্রিয়ম, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, টাপুর-টুপুর, জেবা জান্নাত, অলংকার, খায়রুল বাসার, জিয়াউল পলাশ, শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবন, সুদীপ কুমার দীপ, প্রিয়ন্তি উর্বি, পারসা ইভানা, ফারিন খান, রিয়া, মাহা, সামিরা খান মাহি, শ্বাশত দত্ত, জাহের আলভী, ইফফাত তিথি, আইশা খান, লামিমা মিম, ইমরাফ জাহিন আহমেদ, মিহি, শ্রাবন্তী সেলিনা, নাবিলা বৃষ্টিসহ আরও বেশ কয়েকজন নতুন প্রজন্মের অভিনয়শিল্পী টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। এত শিল্পী কাজ করলেও ড্রইং রুম মিডিয়ায় শিল্পী সংকট রয়েছে বলেই মনে করছেন অনেকে। গুটি কয়েকজন নিজ যোগ্যতাবলে টিভি পর্দায় নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন ঠিকই। অনবদ্য অভিনয়ের মাধ্যমে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এ নবীনরা। সেই সঙ্গে আলাদা করে বাড়িয়ে নিচ্ছেন ভক্ত-অনুসারীর সংখ্যাও।

সর্বশেষ খবর