শিরোনাম
রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দুই বাংলায় মিথিলা উৎসব

শোবিজ প্রতিবেদক

দুই বাংলায় মিথিলা উৎসব

দুই বাংলার সিনেমাতে সমানতালে নিয়মিত কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। লক্ষণীয় বিষয়, ছবিগুলো মূলত নারীপ্রধান। যার প্রধান চরিত্র অর্জন করতে সক্ষম হচ্ছেন ঢাকাই অভিনেত্রী। এই ঈদে মুক্তি পাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম সিনেমা ঢালিউডের ‘কাজলরেখা’। এতে তাকে দেখা যাবে ভিলেন চরিত্রে!

তবে তার আগেই ভিন্ন গল্পে-চরিত্রে মুগ্ধ করতে যাচ্ছেন টলিউড দর্শকদের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ও অভাগী’ মুক্তি পাচ্ছে এ মাসেই। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকার মিথিলা। নির্মাণ করেছেন কলকাতার অনির্বাণ চক্রবর্তী। এরইমধ্যে শুরু হয়েছে প্রচারণা। ৭ মার্চ প্রকাশ হয়েছে সিনেমার প্রধান গান। যাতে মিলেছে মিথিলার চরিত্রের আঁচ। তারচেয়ে বড় বিষয়, কলকাতার এ ছবিতে মিথিলার জন্য গাইলেন ঢাকার অনিমেষ রায়। যিনি ‘নাসেক নাসেক’ গেয়ে বাংলার প্রাণ কেড়েছেন। গেয়েছেনও দারুণ, তাতে মিথিলার উপস্থিতি যেন গানটিকে নতুন মাত্রা দিয়েছে।

ঢাকার দুজনে মিলে যেন নিজেদের জাত জানান দিলেন পশ্চিমবঙ্গকে! বাকিটা দেখা যাবে প্রেক্ষাগৃহে।

এর আগে চলতি মাসেই সিনেমার পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা পক্ষ। সেখানে দেখা গেল, মিথিলার সিঁথির সিঁদুর লেপটে আছে পুরো কপালে। চেহারায় চিন্তার ছাপ। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ঘোষণা হয়েছে যে, ২৯ মার্চ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘ও অভাগী’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর