শিরোনাম
বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

অস্কারে ওপেনহাইমারের বাজিমাত

পান্থ আফজাল

অস্কারে ওপেনহাইমারের বাজিমাত

পুরস্কার হাতে সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান, অভিনেত্রী এমা স্টোন ও অভিনেতা কিলিয়ান মার্ফি

আন্তর্জাতিক চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর অস্কারের এবারের মঞ্চটি ছিল যেন শুধুই ‘ওপেনহাইমার’-এর জন্য। ৯৬তম এ আসরে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতাসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ওপেনহাইমার। পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক এ সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান। ছবিটি এবারের অস্কারে ১৩টি মনোনয়ন পেয়েছিল। সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জিমি কিমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় জমকালো এ আসর। আয়ারল্যান্ডের অভিনেতা কিলিয়ান মার্ফি তাত্ত্বিক পদার্থবিদ জে. রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এবং সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান। ‘পুওর থিংস’ সিনেমায় অভিনয় করে এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। এবারের আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে ইউক্রেন যুদ্ধের ওপর নির্মিত মিস্তিসøাভ চেরনোভের প্রামাণ্যচিত্র ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’। পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস ‘দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। উপন্যাসটি ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিল। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমা নির্মাণ করেন ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান। রবার্ট ওপেনহাইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে গোল্ডেন গ্লোব, বাফটাসহ আরও কয়েকটি পুরস্কারও অর্জন করেছিল। এবারের আসরে ১৩টি মনোনয়ন পাওয়ায় সবার বাড়তি আগ্রহ ছিল এ সিনেমা ঘিরে।  পুরস্কার জেতার পর অস্কারের মঞ্চে উঠে নোলান বললেন, ‘তাদের প্রতি আমার অপার ভালোবাসা, যারা আমার জন্য এখানে আছেন, আমার পুরো ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন। চলচ্চিত্রের এক অবিশ্বাস্য যাত্রায় পুরো বিশ্ব আমার পাশে দাঁড়িয়েছে স্বজন হয়ে।’ সেরা সিনেমা ও নির্মাতার পুরস্কার তো আছেই, সেরা অভিনেতা পুরস্কার পেয়েও বাজিমাত করেছে ওপেনহাইমার। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি পান এ পুরস্কার। অস্কারে এটি মার্ফির প্রথম মনোনয়ন এবং প্রথম জয়। এ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। অস্কার জয় করে মার্ভেলের ‘আয়রন ম্যান’ খ্যাত ডাউনি এ পুরস্কার তার স্ত্রীকে উৎসর্গ করেন। চিত্রগ্রহণে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ওপেনহাইমারের চিত্রগ্রাহক হোয়েতে ভ্যান হোয়েতেমা পুরস্কার জিতেছেন সেরা চিত্রগ্রাহক ক্যাটাগরিতে। আর সিনেমাটি সম্পাদনা করে অস্কার জিতেছেন জেনিফার লেম। এছাড়া ‘ওপেনহাইমার’ সিনেমায় সেরা মৌলিক আবহসংগীতের জন্য অস্কার জিতেছেন লুদবিগ গোরানসন। অস্কারের এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। ‘পুওর থিংস’ ছবিতে অসাধারণ অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন এমা। ‘পুওর থিংস’ সিনেমায় তিনি বেলা বাক্সটার চরিত্রে অভিনয় করেন। এর আগে ২০১৭ সালে লা লা ল্যান্ডের জন্য অস্কার পান তিনি। আসরে সেরা পার্শ্ব অভিনেত্রীর মুকুট উঠেছে ডে’ভাইন জয় র‌্যান্ডলফের মাথায়। ‘দ্য হোল্ডওভারস’ সিনেমায় নৈপুণ্য দেখিয়ে তিনি পুরস্কার জেতেন। এ ছাড়া সেরা মৌলিক চিত্রনাট্য ক্যাটাগরিতে অস্কার পেয়েছে জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারির ‘অ্যানাটমি অব আ ফল’। সেরা রূপান্তিত চিত্রনাট্য কর্ড জেফারসনের ‘আমেরিকান ফিকশন’, সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকির ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র যুক্তরাজ্যের ‘দ্য জোন অব ইন্টারেস্ট, সেরা পোশাক পরিকল্পনা হলি ওয়াডিংটনের ‘পুওর থিংস’। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে ইউক্রেনের ‘টোয়েন্টি ডেইস ইন মারিউপোল’, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বেন প্রাউডফুট এবং ক্রিস বাওয়ার্সের ‘দ্য রিপেয়ার শপ’, সেরা রূপসজ্জা ও চুলসজ্জার জন্য পুরস্কার জিতেছেন পুওর থিংস সিনেমার নাদিয়া স্টেসি, জশ ওয়েস্টন ও মার্ক কুলিয়ার। সেরা মৌলিক গান নির্বাচিত হয়েছে বার্বি সিনেমার ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটি।

সর্বশেষ খবর