বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

এফডিসিতে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

শোবিজ প্রতিবেদক

এফডিসিতে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

টানা পাঁচ মাস বেতন না পেয়ে রাজপথে নেমেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে সময়মতো টাকা না পাওয়ায় ২১২ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন আটকে রয়েছে। তাই বেতন-ভাতার দাবিতে গতকাল এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে মানববন্ধন করেছন তারা। মানববন্ধনে অংশ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘সবাই কমবেশি ঋণগ্রস্ত হয়েছেন। রমজানও শুরু। কীভাবে সংসার চালাব বুঝে উঠতে পারছি না।’ টাকার দাবিতে রাস্তায় নামছেন এফডিসির কর্মকর্তা-কর্মচারীরা। এক নারী কর্মকর্তা বলেন, ‘আমাদের বাচ্চাদের স্কুল-কলেজের বেতন দিতে পারছি না। বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছুতেই সমস্যা দেখা দিয়েছে। আমরা চাই দ্রুত সমাধান হোক।’ বিষয়টি নিয়ে কথা হয় স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এরই মধ্যে সংশ্লিষ্ট দফতরে আবেদন জানানো হয়েছে।’

 

সর্বশেষ খবর