বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বিতর্কে উর্বশী

শোবিজ ডেস্ক

বিতর্কে উর্বশী

৫ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বিনয় শর্মা পরিচালিত সিনেমা ‘জেএনইউ’। মঙ্গলবার প্রকাশ পেয়েছে এর পোস্টার। এরপরই নেটিজেনরা সিনেমাটিকে প্রোপাগান্ডা বলে সমালোচনায় মেতেছেন। পোস্টারে দেখা যায়, হাতের মুঠো ধরা ভারতের মানচিত্র। জলছাপে পত্রিকার কোলাজ। তার মাঝে উজ্জ্বল হয়ে রয়েছে বিপ্লবী চে গুয়েভারার একটি ছবি। রয়েছে মিছিলের কয়েক জোড়া হাত, যা তুমুল আন্দোলনের প্রতিছবি। আর গেরুয়া রঙের মানচিত্রের ওপর লেখা, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠান কি দেশকে গুঁড়িয়ে দিতে পারে?’ এ নিয়ে  মুখ খুললেন উর্বশী রাওতেলা। ভারতের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। সিনেমাটির সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নামের মিল ও অন্যান্য বিষয়ের ইঙ্গিত পাওয়ার কারণেই মূলত দানা বেঁধেছে বিতর্ক। তবে পরিচালকের দাবি, নামের মিল থাকলেও সিনেমার এই জেএনইউ,  জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় নয়। বরং এর সম্পূর্ণ নাম রাখা হয়েছে জাহাঙ্গীর জাতীয় বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ খবর