বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার প্রদান

শোবিজ প্রতিবেদক

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার প্রদান

প্রায় চার বছর পর ২০২৩ সালের জানুয়ারি থেকে স্কুল-কলেজ পর্যায়ে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। ৯ মার্চ বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বিশেষ অতিথি ডাক ও টেলি যোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান বিপিএএ। চূড়ান্ত পর্বে সভাপতিত্ব করেন বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম। বিজয়ী দল হয় শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা। বিতর্ক প্রতিযোগিতার তত্ত্বাবধানে বিটিভির জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার।  রুবাইয়াত রাকিবের গবেষণা ও নির্দেশনায় এটি প্রযোজনা করেন আল মামুন।

সর্বশেষ খবর