রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সিতারা ই ইমতিয়াজ সম্মাননায় অভিনেত্রী শবনম

শোবিজ প্রতিবেদক

সিতারা ই ইমতিয়াজ সম্মাননায় অভিনেত্রী শবনম

বড় পর্দায় বড় আয়োজনে নিজেকে মেলে ধরতে ঢাকার মেয়ে শবনম গিয়েছিলেন তৎকালীন পশ্চিম পাকিস্তানে। এরপর একের পর এক কাজ দিয়ে তাক লাগিয়ে নিজের অবস্থান পোক্ত করেছেন। দেশটির ইন্ডাস্ট্রির চালিকাশক্তিতে পরিণত হয়েছিলেন ঢাকায় জন্ম নেওয়া শবনম। পাকিস্তানে ১৩টি নিগার আর তিনটি জাতীয় পুরস্কারও শবনমকে পাকিস্তানে স্থায়ী হতে উৎসাহী করেনি। এক সময় তিনি ফিরেছেন আপন ভূমিতে। তার বক্তব্য- আমি কাজ করতে পূর্ব থেকে পশ্চিমে গিয়েছিলাম। সেটা করেছি। কাজ শেষে নিজের জন্মস্থানে ফিরেছি। ওখানে যতদিন ছিলাম ততদিন এখানকার মতো মাছ, শাক, শুঁটকি খেতে পারিনি। এখন পারছি। এই যে পারছি এটার জন্যই ফিরেছি।’ তিনি ফিরলেও তাকে ভুলে যায়নি পাকিস্তান। তারা বিভিন্ন উৎসব- পার্বণে শবনমকে স্মরণ করে। এরমধ্যে পিটিভি ও লাক্স লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও তিনি ঝুলিতে পুরেছেন। প্রধান অতিথি হয়ে আমন্ত্রিত ছিলেন করাচি লিটারেচার উৎসবেও।  এবার কাজের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ এ শবনমের নাম ঘোষণা করে। আগামী ২৩ মার্চ রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে দূতাবাস থেকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

সর্বশেষ খবর