বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

এতিম শিশুদের নিয়ে জয়া

শোবিজ প্রতিবেদক

এতিম শিশুদের নিয়ে জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান। অভিনয়ের বাইরে ন্যায়ের পক্ষে তাকে সব সময় সরব থাকতে দেখা যায়। এবার কওমি মাদরাসাগুলোর করুণ দৃশ্য নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটিতে তিনি লিখেছেন, ‘রোজার শেষ দিকে বাংলাদেশের কওমি মাদরাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদরাসাগুলো ছুটি হতে থাকে। বেশির ভাগ ছাত্রছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদের বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে কেউ নিতে আসে না। এদের কারও বাবা-মা নেই, কারও বাবা নেই, মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোঁজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারও কারও মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকিরা সারা দিন কান্না করে। তারা জানে তাদের কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদের সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদের কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে! আমি চেষ্টা করব যদি আল্লাহ সহায়ক হন।’

 

সর্বশেষ খবর