বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা
ঈদে বড় পর্দায় যত বলিউড তারকা

‘ময়দান’-এ অজয়, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’য় অক্ষয়-টাইগার-সোনাক্ষী

আলাউদ্দীন মাজিদ

‘ময়দান’-এ অজয়, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’য় অক্ষয়-টাইগার-সোনাক্ষী

ঈদে বলিউডে বড় পর্দা মাতাবেন অজয় দেবগন, অক্ষয় কুমার আর টাইগার শ্রফ। ঈদে মুক্তির জন্য এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে অজয় দেবগনের ‘ময়দান’ এবং অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটি। ‘ময়দান’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অজয় দেবগন। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে  দেখা যাবে ১৯৫২ থেকে ১৯৬২ সালে ভারতের ফুটবল ইতিহাস। সে সময়ের ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয়। স্পোর্টস ড্রামা ধাঁচে নির্মিত ‘ময়দান’ মুক্তি পাবে ১১ এপ্রিল। স্বল্প বাজেটের এ সিনেমাটি নির্মাণ করেছেন অমিত শর্মা। বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন ক্যারিয়ারের শুরু  থেকে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার আসছেন খ্যাতিমান  ফুটবল কোচ আবদুল রহিমের চরিত্রে। সামাজিক  যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করে অজয় দেবগন লিখেছেন, ‘‘একটি মানুষ, একটি বিশ্বাস ও একটি আত্মার সত্য কাহিনি অবলম্বনে নির্মিত ‘ময়দান’-এ নামবে পুরো ভারত।’’ অমিত শর্মা পরিচালিত এ সিনেমায় অজয় দেবগন ছাড়াও অভিনয়ে আরও আছেন প্রিয়ামণি, গজরাজ রাও, রুদ্রনীল ঘোষ প্রমুখ। সিনেমাটিতে সংগীতায়োজন করেছেন এ আর রহমান। সৈয়দ আবদুল রহিম প্রায় ১৩ বছর ভারতের জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। ১৯৬২ সালে তার প্রশিক্ষণেই এশিয়ান গেমসে স্বর্ণ জেতে ভারতের ফুটবল দল। ১৯৫৬- তে মেলবোর্ন অলিম্পিকেও দলকে প্রশিক্ষণ দেন তিনি। এদিকে বলিপাড়ায় ঈদে আসছে বিগ বাজেটের সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ১২ এপ্রিল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে এটি। আলী আব্বাস জাফরের পরিচালনায় সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২৫০ কোটি রুপি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এটাই একসঙ্গে তাদের প্রথম অভিনয়। এ ছাড়াও সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। কবির চরিত্রে অভিনয় করবেন এই অভিনেতা। অক্ষয়ের বিপরীতে সিনেমায় অভিনয় করেছেন  সোনাক্ষী সিনহা ও টাইগারের বিপরীতে দেখা যাবে মানুষি চিল্লারকে। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া অমিতাভ ও  গোবিন্দর ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার রিমেক এটি।  অক্ষয় কুমার ও টাইগার শ্রফ এক ইনস্টাগ্রাম পোস্টে মুক্তিপ্রতীক্ষিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার মুক্তির তারিখ জানালেন। আসছে ঈদে বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির শুটিং চলাকালীন আঘাত পান অক্ষয় কুমার। সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। এর জন্য তিনি কখনোই সাহায্য নেন না বডি ডাবল কিংবা  পেশাদার স্টান্টম্যানের। তাই অনেক দৃশ্যে বিষয়টা অতিরিক্ত ঝুঁকিরও হয়ে যায়। তেমনি এক অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময়ই আঘাত পান অভিনেতা। তবে প্রাথমিক চিকিৎসার পর শুটিং চালিয়ে যান অক্ষয়। অক্ষয়-টাইগারের দ্বৈরথ পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, পৃথ্বীরাজ সুকুমারন ও জাহ্নবী কাপুর। প্রযোজকের ভূমিকায় রয়েছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশন মেহরা এবং আলী আব্বাস জাফর।

 

 

 

সর্বশেষ খবর