শিরোনাম
রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বর্ষার উদ্বেগ

শোবিজ প্রতিবেদক

বর্ষার উদ্বেগ

বর্তমানে কাজের চেয়ে ব্যক্তিচর্চায় বেশি ব্যস্ত অনেক তারকাই। বিশেষ করে সিনেমার নায়িকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো অন্যের ব্যক্তিগত জীবনের নানান বিষয়ে সমালোচনার প্রতিযোগিতায় মেতে ওঠেন তারা। তবে ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না বলেই মনে করেন ঢাকাই সিনেমার নায়িকা বর্ষা। অভিনেত্রী জানান, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা-বিদ্বেষ তৈরি হয়। বর্ষা বলেন, আমি আসলে সোশ্যাল মিডিয়ায় এসব খুব একটা দেখি না। ব্যবসায়িক কাজে ফ্যাক্টরি নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে অন্য কিছু দেখার বা ভাবার সময় পাই না। যেটুকু সময় পাই সেটা সংসার ও সন্তানদের জন্য ব্যয় করি। তবুও দু-একটা কথা যে কানে আসে না তেমনটাও নয়। তবে আমি মনে করি, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত। অভিনেত্রী বর্ষা ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন। এ ছবিতে তার নায়ক ছিলেন অনন্ত জলিল। তারা একসঙ্গে আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে গিয়ে এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সর্বশেষ খবর