মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

স্বাধীনতা দিবসে রুনা লায়লার গান

শোবিজ প্রতিবেদক

স্বাধীনতা দিবসে রুনা লায়লার গান

বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আগামীকাল সকাল সাড়ে ১০টায় শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানেই মেলোডি কুইন রুনা লায়লার সঙ্গে একটি গানে কণ্ঠ মেলাবে ১০০ জন শিশু। গানটির শিরোনাম ‘বাংলাদেশ বাংলাদেশ’। লিখেছেন দেশবরেণ্য ছড়াকার, শিশু সাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। গানটির সুর সংগীত করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার আশরাফ বাবু। সম্প্রতি সুরকার, সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। গানটি প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘দেশাত্মবোধক এ ধরনের গান এর আগে গাওয়া হয়নি। গানটির কথা-সুর খুব চমৎকার। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে আমি শত শিশুর সঙ্গে গাইব, এটা আমার জন্য সত্যিই ভীষণ ভালো লাগার।’ আশরাফ বাবু বলেন, ‘শ্রদ্ধেয় রুনা লায়লা আপা উপমহাদেশের গর্ব। তিনি শিশুদের জন্য গান করেছেন, তাও আমার সুর-সংগীতে। এটা আমার জন্য বড় প্রাপ্তি।’

 

সর্বশেষ খবর