বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ঈদে বড় পর্দায় মুখোমুখি নায়করা

ঈদে বড় পর্দায় মুখোমুখি নায়করা

ঈদ মানে আনন্দ উৎসব।  এ উৎসবে আনন্দের অন্যান্য অনুষঙ্গের মধ্যে সিনেমা হলে গিয়ে নতুন ছবি দেখা। এবার বড় পর্দায় ঈদের ছবি নিয়ে মুখোমুখি হচ্ছেন অর্ধ ডজনেরও বেশি নায়ক। তাই এ ঈদে দর্শকের আনন্দ অন্যবারের চেয়ে একটু বেশিই হবে বলা যায়। কোন নায়কের কী ছবি মুক্তি পাচ্ছে সে কথাই তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

 

ফেরদৌস

(আহারে জীবন)

ফেরদৌসকে নায়ক করে প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘আহারে জীবন’। করোনাকালের ভয়াবহতা এ ছবির গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। এবারের ঈদ উৎসবে এ ছবিটি নিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছেন সংসদ সদস্য-নায়ক ফেরদৌস।

 

শাকিব খান

(রাজকুমার)

হিমেল আশরাফের ‘রাজকুমার’ ছবির নায়ক শাকিব খান। তার প্রত্যাশা গত বছরের ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ‘প্রিয়তমা’ ছবির সাফল্যকেও ছাড়িয়ে যাবে একই নির্মাতার ‘রাজকুমার’ ছবিটি। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

 

কাজী মারুফ

(গ্রিন কার্ড)

ঈদে আসছে কাজী মারুফ অভিনীত ও পরিচালিত ‘গ্রিন কার্ড’। মারুফের দাবি, এটিই প্রথম বাংলা সিনেমা, যার পুরোপুরি দৃশ্যধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

 

আদর আজাদ

(লিপস্টিক)

কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় রয়েছেন আদর আজাদ। তিনি বলেন, অভিনয় জীবনের শুরু থেকেই দর্শক প্রশংসা পেয়ে আসছি। এবারের খুশির ঈদে আমার এ ছবিটি আসতে যাচ্ছে শুনে আমিও আনন্দিত।

 

জায়েদ খান

(সোনার চর)

‘সোনার চর’ ছবিটি নিয়ে  আসছেন নায়ক জায়েদ খান। এটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। জায়েদ খান বলেন, ‘সোনার চর সিনেমার গল্পটা খুব সুন্দর। ১৯৭৫-পরবর্তী সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেছি।

 

ওমর সানী

(ডেড বডি)

মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেড বডি’ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী। আরও আছেন জিয়াউল রোশান, মিশা সওদাগর, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি ও কলকাতার অন্বেষা রায়সহ অনেকে।

 

শরীফুল রাজ

(কাজল রেখা, ওমর, দেয়ালের দেশ)

‘কাজল রেখা’ ছবির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাজ। মিশুক মনি নির্মিত ‘দেয়ালের দেশ’ ছবিতেও আছেন রাজ।

 

সাইমন, রোশান, মিলন

(মায়া)

সাইমন, রোশান, আনিসুর রহমান মিলন অভিনীত জসিম উদ্দিন জাকির পরিচালিত ছবি ‘মায়া : দ্য লাভ’।

 

সাজ্জাদ

(মেঘনা কন্যা)

সাজ্জাদ অভিনীত ছবি ‘মেঘনা কন্যা’। নির্মাতা ফুয়াদ চৌধুরী বলেন, এতে দেখা মিলবে নওশাবার বিপরীতে সাজ্জাদকে।

 

শেহজাদ ওমর

(মোনা : জ্বীন টু)

মোনা : জ্বীন-২ হলো ২০২৪ সালের বাংলা ভাষার বাংলাদেশি ভৌতিক চলচ্চিত্র। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

 

ইভান সাইর

(পটু)

ঈদের ছবি আহম্মেদ হুমায়ুনের ‘পটু’র নাম ভূমিকায় অভিনয় করেছেন ইভান সাইর। এ ছবির নায়িকা হলেন দিলরুলা দোয়েল।

সর্বশেষ খবর