শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নতুন ওয়েব সিরিজে জমজমাট বলিউড

হিন্দি ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। বলিউডের অনেক নামিদামি তারকা নিয়মিত অভিনয় করছেন বিভিন্ন গল্পনির্ভর ও বৈচিত্র্যপূর্ণ এসব ওয়েব সিরিজে। এমনকি শাহরুখ খান, আমির খান, আনুশকা শর্মার মতো তারকারাও ওয়েব সিরিজ প্রযোজনা করছেন। এবার নতুন কিছু ওয়েব সিরিজ নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

নতুন ওয়েব সিরিজে জমজমাট বলিউড

সামান্থা

এ বছরের প্রথম দিকেই বলিউডের নতুন ছয়টি ওয়েব সিরিজ মুক্তি পায়। এর মধ্যে রয়েছে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’, যেটি ১৯ জানুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়। এই থ্রিলার সিরিজে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, ইশা তালোয়ার, শিল্পা শেঠী, বিবেক ওবেরয় প্রমুখ। এরপর একই প্ল্যাটফরমে ১১ জানুয়ারিতে কঙ্গনা সেন শর্মা, মনোজ বাজপেয়ি, আনুলা নাভলেকার অভিনীত কমেডি সিরিজ কিলার সুপ মুক্তি পায়। ২৬ জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় রাভিনা ট্যান্ডন অভিনীত ‘কর্মা কলিং’। এ প্ল্যাটফরমেই ১২ জানুয়ারি মুক্তি পায় ‘দ্য লিজেন্ড অব হনুমান ৩’। নেটফ্লিক্সে অচিরেই মুক্তি পাবে থ্রিলার সিরিজ ‘ফুল মি ওয়ান্স’, যেখানে অভিনয় করেছেন মিচেলি কিগান, আদিল আকতার। এদিকে নতুন বছরেই একগুচ্ছ সিরিজ সিনেমার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফরম প্রাইম ভিডিও। মির্জাপুর ৩, পঞ্চায়েত ৩, পাতাল লোক ২, সিটাডেল : হানি বানি, গুলকান্দা টেলস, মা কা সাম, ডেয়ারিং পার্টনারস, ফ্যামিলি ম্যান ৩ এবং দ্য ট্রাইবের মতো শো রয়েছে নতুন মুক্তির তালিকায়। রুশো ব্রাদার্সের সিটাডেলের ভারতীয় কিস্তির শিরোনাম হতে চলেছে সিটাডেল : হানি বানি। যেখানে লিড রোলে থাকছেন বরুণ ধাওয়ান ও সামান্থা প্রভু। তবে এটি প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন অভিনীত সিরিজের রিমেক নয়, স্পিন অফ। প্রথম পোস্টারে একদম অ্যাকশন-প্যাক অবতারে পাওয়া গেল দুই তারকাকে। গুপ্তচর হিসেবে থাকছেন বরুণ ও সামান্থা। গুরমিত সিং এবং আনন্দ আইয়ার পরিচালিত, বহুল প্রতীক্ষিত মির্জাপুর সিজন ৩ সিরিজটি চলতি বছরই মুক্তি পেতে চলেছে। মির্জাপুর সিজন ৩-এর কিছু নতুন ফুটেজও রিলিজ হয়েছে। ভিডিও ক্লিপে মির্জাপুরে পঙ্কজ ত্রিপাঠীর আইকনিক চরিত্র সবার নজর কেড়েছে। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিও এক্সে ‘মির্জাপুর ৩’-এর একটি পোস্টার শেয়ার করেছে। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে সিরিজের তারকা কাস্টও প্রকাশ করা হয়েছে। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী শর্মা, রসিকা দুগ্গাল, বিজয় ভর্মা, হর্ষিতা গৌর, অঞ্জুম শর্মা, প্রিয়াংশু পাইনুলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং, মনু ঋষি চাড্ডাকে সিজন ৩-এ দেখা যাবে। প্রাইম ভিডিওতে পঞ্চায়েত থ্রি-এর ফার্স্ট লুক শেয়ার করা হয়েছে। এবারের সিরিজে পঞ্চায়েত নির্বাচনকে ফোকাসে রাখা হবে। প্রধান (নীনা গুপ্তা) এবং ভূষণ (রঘুবীর যাদব) উভয় শিবিরই তাদের ভাবমূর্তি ভালো করার ভয়ানক যুদ্ধে নেমেছে। গ্রামের পঞ্চায়েত নির্বাচন ঠিক কীভাবে হয়, তাই তুলে ধরা হবে পঞ্চায়েত থ্রি-এর এই সিজনে। পাতাল লোক-এ ফিরছেন ‘হাতিরাম’ জয়দীপ আহলাওয়াত। দ্বিতীয় সিজনে কাস্টে নতুন সংযোজন তিলোত্তমা সোম। দুটি আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মামলার জেরে ফের একসঙ্গে হাতিরাম এবং আনসারি। কিন্তু ষড়যন্ত্র পিছু ছাড়ছে না। সিরিজে দেখা মিলবে ইশওয়াক সিং-এরও। সবুজে মোড়া, জলে ঘেরা মায়াবী এক জঙ্গল। বন্য প্রাণের স্বর্গরাজ্য। সেই অপার স্বর্গরাজ্যে থাবা বসায় লোভ। অনেক টাকা, আরও অনেক টাকার হাতছানি চোরাশিকারের নৃশংসতায় ঠেলে দেয় স্থানীয় দিন আনা, দিন খাওয়া মানুষকে। সুতোর টানে যাদের নাচায় অনেক দূরে বসে থাকা কিছু ক্ষমতাবান। অ্যামাজন প্রাইমের সিরিজ ‘পোচার’ হাটখোলা করে দিতে চেয়েছে পশু হত্যায় চোরাটান দেওয়া সেই প্রভাবশালীদের চেহারাগুলো। দর্শক পেয়েছে মুগ্ধ হয়ে দেখার মতো রুদ্ধশ্বাস এক কাহিনি। জনপ্রিয় সিরিজ ‘দিল্লি ক্রাইম’ পরিচালক রিচির কাছে দর্শকের প্রত্যাশা বাড়িয়েছিল। সে প্রত্যাশা নিজেই বহুগুণে ছাপিয়ে গেছেন তিনি। প্রায় ৪৫ মিনিটের আটটি পর্ব সত্ত্বেও গল্পের টানটান ভাব ছিল সব সময়। র-এর প্রাক্তন গোয়েন্দা, বন দফতরের পদস্থ কর্তা নীল বন্দ্যোপাধ্যায় (দিব্যেন্দু)-এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় অফিসার মালা যোগী (নিমিষা), বন্য প্রাণ সংরক্ষণ কর্মী তথা ডেটা অ্যানালিস্ট অ্যালান জোসেফ (রোশন), বন দফতরের আরও এক সাহসী অফিসার ডিনা (কানি)সহ একটা দল। অন্ধকারে হাতড়াতে গিয়ে একে একে হাতে আসে গ্রামের চোরাশিকারি এবং তাদের মাথা। সব বন্যপ্রাণী পাচারের সত্য ঘটনা অবলম্বনে রিচি মেহতা পরিচালিত পোচার সিরিজে বাজিমাত করেছেন নিমিষা।

 

 

সর্বশেষ খবর