শিরোনাম
রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কলকাতা নিয়ে পরীমণির আবেগ

শোবিজ প্রতিবেদক

কলকাতা নিয়ে পরীমণির আবেগ

বর্তমানে কাজে নিয়মিত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। তাই ছেলেকে নিয়ে এখন কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। কাজের পাশাপাশি নেটমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন পরীমণি। প্রায় সময়ই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। সেই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা শহর নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমণি। শুক্রবার রাতে ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন পরীমণি। ক্যাপশনে কলকাতা শহর নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এ নায়িকা। পরীমণির পোস্টটি হলো- ‘এই তো আর কিছুদিন বাদেই নস্টালজিয়া হবো কলকাতা শহরে হলুদ ট্যাক্সি ছিল বলে। মনে হতো এগুলো এই শহরের গয়না। এত এত বছরের এই ট্রাম আর হলুদ ট্যাক্সি এভাবে দেয়ালেই ঝুলবে!’ পোস্টটি করা মাত্রই ২৭ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্টস বক্সে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর