সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জীবনের চক্করে এ কোন মোশাররফ!

শোবিজ প্রতিবেদক

জীবনের চক্করে এ কোন মোশাররফ!

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন নির্মিত প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’। সম্প্রতি নিজের প্রথম সিনেমার ফাস্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা। যেখানে প্রধান চরিত্রে মোশাররফ করিমকে দেখে বোঝা গেল অদ্ভুত চরিত্রের মানুষ মইনুল হিসেবে। এক চোখ বন্ধ করা চওড়া গোঁফওয়ালা মইনুল হাতে রাখা কাগজের ঠোঙা থেকে বাদাম বের করে দর্শককে অফার করছেন। তার ব্যাকগ্রাউন্ডে শোভা পাওয়া বেশ কয়েকটি চক্করের মধ্যে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের আনাগোনা। ক্যাপশনে লেখা- ‘দুনিয়াতে চালাক মানুষ বাঁচে আয়েশ করে, বোকা মানুষ কায়দা করে। আর মইনুল? চক্করে।’ নির্মাতা বাদে অভিনেতাও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সিনেমার এই ফাস্ট লুকটি। এদিকে সোশ্যাল হ্যান্ডেলে ফাস্ট লুকটি উন্মুক্তের সঙ্গে সঙ্গে হাজার হাজার পজিটিভ মন্তব্য করছেন সিনেমাপ্রেমীরা। কাক্সিক্ষত ব্যক্তি মোশাররফ করিমের এমন অদ্ভুত চরিত্রে সবাই মুগ্ধতা প্রকাশ করেছেন। নির্মাতা জীবন বলেন, ‘চক্কর মানবিক স্পর্শের গল্প। অনুদানের সঙ্গে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে এটি বানানোর চেষ্টা করেছি।’

 

সর্বশেষ খবর