মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ভারতের লোকসভা ভোটে তারকারা

ভারতের লোকসভা ভোটে তারকারা

নির্বাচনের সময় বহু তারকাই রাজনীতির ময়দানে পা রাখেন। এবারই লোকসভা নির্বাচনে টলিউড, বলিউড, দক্ষিণ এমনকি ভোজপুরি তারকারাও ভোটের ময়দানে নেমেছেন। এবারের ভারতের লোকসভা নির্বাচনে তারকাদের যুক্ত হওয়া নিয়ে শোবিজ প্রতিবেদন-

ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা হতেই প্রচারে নেমেছেন তারকারা। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল সকাল প্রচারে নেমেছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের, লকেট চট্টোপাধ্যায়, শতাব্দী রায়, সায়নী ঘোষ, দীপক অধিকারী (দেব) থেকে কাঞ্চন মল্লিক, উষসী চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। রাজ্যে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারায় ভোট প্রচারে বিজেপি থেকে তারকা প্রচারে শুরু থেকেই অনেকটাই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রকাশ্যে ভারতীয় জনতা পার্টিকে সমর্থনের পর এবার সরাসরি নির্বাচনি ময়দানে নামতে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশে প্রার্থী হিসেবে এ অভিনেত্রীকে বেছে নিয়েছে দেশের শাসক দল বিজেপি। হিমাচলের বাসিন্দা কঙ্গনা রানাওয়াত মান্ডি আসন থেকে দাঁড়াচ্ছেন। চলচ্চিত্র জগতের এ জনপ্রিয় অভিনেত্রী সক্রিয় রাজনীতিতে প্রথম পা রাখলেও তার পরিবারের সঙ্গে রাজনৈতিক মহলের যোগাযোগ নতুন নয়। তার প্রপিতামহ সরযূ সিং রানাওয়াত হিমাচলের গোপালপুরের কংগ্রেসের বিধায়ক ছিলেন। কঙ্গনা রানাওয়াত, যাকে একটি হিন্দি ছায়াছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা গিয়েছিল, অবশ্য বেছে নিয়েছেন বিজেপিকে। তালিকায় শুধু বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতই নন, রয়েছে একাধিক চমক। প্রার্থী হিসেবে এর আগেও হেমা মালিনীর মতো জনপ্রিয় অভিনেত্রীকে বেছে নিয়েছে বিজেপি। এবারও তিনি মথুরা কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়বেন। বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে রবি কিষণ এবং মনোজ তিওয়ারির মতো একাধিক জনপ্রিয় অভিনেতা যাদের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। ভোটে বিজেপির প্রার্থী তালিকায় তারকার চমক এখানেই শেষ নয়। ছোট পর্দার অভিনেতা অরুণ গোভিলের নামও রয়েছে সেখানে। ভারতীয় টেলিভিশনে ‘রামায়ণ’-এর ওপর আধারিত ধারাবাহিকে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। আবারও রাজনীতিতে ফিরে এলেন বলিউড অভিনেতা গোবিন্দ। কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আগেই। একটা বিরতির পর এবার যোগ দিলেন শিবসেনায়।  বৃহস্পতিবার মুম্বাইয়ের বালাসাহেব ভবনে ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতেই দল পরিবর্তন করলেন এ বলিউড তারকা। এদিকে গোবিন্দর দল পাল্টে শিবসেনায় যোগদানের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে এএনআই। ভিডিওতে দেখা গেছে শিবসেনায় যোগ দিয়ে গোবিন্দ বলছেন, ‘আমি মন দিয়ে ভালো করে কাজ করব। শিল্পের উন্নতির দিকে নজর রাখব। ’একই সঙ্গে একনাথ শিন্ডের প্রশংসা করে তিনি বলেন, মুম্বাই এখন অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন। আর একনাথ শিন্ডের তত্ত্বাবধানেই সেটা সম্ভব হয়েছে। অভিনেতা আরও বলেন, আমার বাবা-মায়ের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের খুব ভালো সম্পর্ক ছিল। কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দিলেও নির্বাচনে লড়বেন কি না বা কোন আসন থেকে লড়বেন, সেই বিষয়ে কোনো উত্তর দেননি ‘আঁখিওসে গোলি মারে’ খ্যাত তারকা। বলিউড তারকা উর্বশী রাউতেলা লোকসভা নির্বাচনের জন্য টিকিট পেয়েছেন। কিন্তু কোন দল তাঁকে এ টিকিট দিল তা স্পষ্ট নয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছেন ‘হ্যাঁ আমি টিকিট পেয়েছি। কিন্তু এবার আমি সিদ্ধান্ত নেব যে আমি রাজনীতিতে নামব কি না।’ অন্যদিকে রাজনীতিতে নাম লেখাচ্ছেন ভারতীয় অভিনেত্রী নেহা শর্মা। আসন্ন ভারতের লোকসভা নির্বাচনেই আত্মপ্রকাশ করতে পারেন তিনি। আর এ খবর দিয়েছেন খোদ নেহার বাবা বিহারের ভাগলপুরের কংগ্রেস বিধায়ক অজয় শর্মা। নেহার বলিউডে আত্মপ্রকাশ ২০১০ সালে। অভিনেতা ইমরান হাশমির বিপরীতে ‘ক্রুক’ সিনেমায় অভিনয় করেন তিনি। এদিকে পশ্চিম মেদিনীপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী করেছে বর্তমান সদস্য দেব ওরফে দীপক অধিকারীকে। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী মেদিনীপুর সদরের বিধায়ক হিরণ ওরফে হিরণ¥য় চট্টোপাধ্যায়। দেব ও হিরণ বাংলা চলচ্চিত্র জগতের দুই তারকা। দুজনই নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। দিনক্ষণ ঘোষণার আগে দুই অভিনেতাই নেমে পড়েন ভোটের প্রচারে। পশ্চিমবঙ্গের অন্য যে কেন্দ্রে অভিনয় জগতের দুই ব্যক্তিত্ব মুখোমুখি, সেটি হুগলি। এ কেন্দ্র থেকে জিতে গতবার সদস্য হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এবার তার প্রতিদ্বন্দ্বী একসময়ের নায়িকা, এখন ছোট পর্দার জনপ্রিয় শো সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়। দুজনই লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন। কলকাতার দক্ষিণ শহরতলির অভিজাত কেন্দ্র যাদবপুর। এখান থেকে ঘাসফুলের টিকিটে জিতেছেন শিল্পী কবীর সুমন থেকে ইতিহাসবিদ সুগত বসু। সেই কেন্দ্রে টিকিট পেয়েছেন বড় ও ছোট পর্দার পরিচিত মুখ সায়নী ঘোষ। অভিনেত্রী হলেও এখন রাজনীতিতে অনেকটা সময় দেন সায়নী। অভিনয় জগতের আরেক মুখ জুন মালিয়া পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সদস্য। এবার তাকে দিল্লির ভোটে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রচারে নেমে পড়েছেন জুন। এরই মধ্যেই এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ শুরু করেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অভিনেত্রী প্রার্থী। পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে বড় যে তারকা লড়াইয়ে রয়েছেন, তিনি শত্রুঘ্ন সিনহা। পশ্চিম বর্ধমানের আসানসোল কেন্দ্রের বর্তমান সদস্য এবারও তৃণমূলের টিকিটে লড়ছেন। বাংলা ছবির আরেক সাবেক নায়িকা শতাব্দী রায় এবারও ঘাসফুলের প্রার্থী বীরভূম কেন্দ্রে। সদ্য পদত্যাগী পুলিশ কর্মকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় ছোট পর্দার পরিচিত মুখ। তিনি তৃণমূলের টিকিটে লড়ছেন মালদা উত্তর কেন্দ্র থেকে।

সর্বশেষ খবর