শিরোনাম
মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

হুমায়ূন আহমেদ-মান্নাকে উৎসর্গ করে ‘ওমর’

শোবিজ প্রতিবেদক

হুমায়ূন আহমেদ-মান্নাকে উৎসর্গ করে ‘ওমর’

দুই রাজের সিনেমা ‘ওমর’। মার্চের শেষ দিনে একটি পোস্টার প্রকাশ করে সেই আভাসে আরও একধাপ এগিয়ে গেল ঈদের এ ছবিটি। সম্ভবত এবারই ঢাকাই কোনো সিনেমার পোস্টারে স্থান পেয়েছে একসঙ্গে সাত পুরুষ চরিত্রের ছবি, যেখানে নেই কোনো নারী! যাদের প্রত্যেকেই এ শহরের নাটক, সিনেমা ও ওটিটি কনটেন্টের প্রমাণিত অভিনেতা। নামগুলো পড়লেই টের পাবেন- পোস্টারের প্রথম থেকে যথাক্রমে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদ। এ ৭ অভিনেতার পোস্টার চমকের সঙ্গে ছোট্ট করে তারচেয়েও বেশি চমকের জন্ম দিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। যিনি সাত অভিনেতার সঙ্গে রাখলেন দেশের দুই কিংবদন্তির নাম। একজন সাহিত্যে ও নির্মাণে, অন্যজন অভিনয় ও প্রযোজনায়। একজন হুমায়ূন আহমেদ, অন্যজন চিত্রনায়ক মান্না। রাজ তার ‘ওমর’ সিনেমাটি এ দুজনকে উৎসর্গ করেছেন। তবে কি পোস্টারের সাত অভিনেতার সঙ্গে এ দুই মহাপুরুষও থাকছেন ছবিতে! সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘ওমর’-এ বিশেষ চমক হিসেবে থাকছেন কলকাতার দর্শনা বণিক। ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

 

সর্বশেষ খবর