মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

স্মৃতিপটে ঈশিতা

শোবিজ প্রতিবেদক

বহুমুখী প্রতিভার অধিকারী ঈশিতা। একবার তিনি ঢাকাতে নাটকের শুটিং ও আরেকবার ‘কেন’ শিরোনামের একটি নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করার সময় তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। নাটকের শুটিং ছিল ঢাকা-চট্টগ্রাম ফ্লাইটে। কিন্তু সময়ের বেশ আগে রওনা দেওয়ার পরও সেদিন যানজটের শিকার হয়েছিলেন। ঘটনাটি ঈশিতা জানিয়েছেন মাছরাঙার অনুষ্ঠান ‘রাঙা  সকাল’র ঈদ আয়োজনে। রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় পর্বটি প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন, সকাল ৭টায়।

 

সর্বশেষ খবর