মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
‘ইত্যাদি’ ও ‘আলোকিত অন্ধকার’

দর্শকদের আনন্দ দেওয়াই আমার লক্ষ্য : হানিফ সংকেত

শোবিজ প্রতিবেদক

দর্শকদের আনন্দ দেওয়াই আমার লক্ষ্য : হানিফ সংকেত

প্রতি বছরের মতো এবারও ঈদ দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ইত্যাদি। বরাবরের মতো ইত্যাদি শুরু করা হয়েছে- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ এ গানটি দিয়ে। রয়েছে নানা মনোজ্ঞ পর্ব। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

এদিকে এবারের ঈদ অনুষ্ঠানমালা ও মিডিয়ার কিছু প্রসঙ্গ নিয়ে বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের মুখোমুখি হলে তিনি বলেন, যারা কয়েক যুগ ধরে ইত্যাদি দেখছেন তারা বুঝতে পারেন ইত্যাদির পেছনে আমাদের কতটা শ্রম ও মেধা দিতে হয়। এরপর আছে দায়বদ্ধতার প্রশ্ন। এই ভিউ সর্বস্ব অস্থির বাণিজ্যিক মিডিয়ার যুগে দর্শকরা যদি কিছুটা হলেও স্বস্তি পান আমাদের সেই চেষ্টা থাকে। দর্শকদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ রেখে সময়কে ধরে বিষয় বৈচিত্র্যে অনুষ্ঠান সাজাতে চেষ্টা করি। দর্শকরা সময় বের করে আমাদের অনুষ্ঠানটি দেখেন- এটাই আমাদের পরম প্রাপ্তি। তিনি আরও বলেন, ইত্যাদি দর্শকদের জন্য নির্মাণ করি, সেই দর্শকরা পরিবার নিয়ে ইত্যাদি দেখতে পারেন এবং দেখেন-এটাই আনন্দের। আমাদের কাছে এ দর্শকদের রায়ই চূড়ান্ত। তবে সমালোচনা করা খারাপ নয়। যদি তা গঠনমূলক সমালোচনা হয়। অন্যদিকে প্রতি বছরের মতো এবারের ঈদেও এটিএন বাংলায় ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় নাটক ‘আলোকিত অন্ধকার’। নাটকটি ধারণ করা হয় মানিকগঞ্জে অবস্থিত ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সাবেরী আলম প্রমুখ। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। নাটকটি প্রসঙ্গে এ বরেণ্য নির্মাতা বলেন, এটি পরিবার নিয়ে একটি সামাজিক নাটক। ইত্যাদির মতো নাটকেও থাকবে সামাজিক বক্তব্য। তবে এবারের ঈদের নাটক আনন্দের নয়-কান্নার। একটি সুখী পরিবারে হঠাৎ ঘটে বিপর্যয়, নানান ঘটনায় নেমে আসে আলোকিত পরিবারে অন্ধকার-আর এ বিষয় নিয়েই এবারের নাটক।

           

 

সর্বশেষ খবর