সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ফের পরিচালনায় নওশাবা

শোবিজ প্রতিবেদক

ফের পরিচালনায় নওশাবা

২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টায় ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটারের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল মঞ্চে ‘ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি আর্ট ফেস্টিভ্যাল ২০২৪’-এ অনুষ্ঠিত হবে কাজী নওশাবা আহমেদের পরিচালনায় রংপুর বিভাগের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা কিছু অদম্য শিল্পীর পরিবেশনায় মিউজিক্যাল পাপেট থিয়েটার ‘ত্রিবেণী’। নাটকটির গল্প লিখেছেন এজাজ ফারাহ, সংগীত আয়োজনে এজাজ ফারাহ ও অভিষেক ভট্টাচার্য, শিল্প নির্দেশনা ও পাপেট তৈরির কাজ করেছেন জিহান করিম ও চয়ন কুমার। এটিতে নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দিতা খান, আলোক পরিকল্পনায় সাহিল রনি, পোশাক পরিকল্পনায় সারাহ অরনি, পোস্টার পরিকল্পনায় চয়ন কুমার, প্রকৃতি নাযারিনা আহমেদ এবং সম্পাদনায় প্রান্ত। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় রয়েছে টুগেদার উই ক্যান এবং প্রযোজনায় সুন্দরম রংপুর বিভাগ। নওশাবা জানান, ‘যারা এ কাজের সঙ্গে যুক্ত তারা সবাই শিল্পকে ভালোবাসেন। মানবিক দিককে ভালোবাসেন। রংপুর বিভাগের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা কিছু অদম্য শিল্পী এখানে দিনরাত মহড়া দিচ্ছেন একটি সুন্দর মিউজিক্যাল পাপেট শো মঞ্চায়নের জন্য। এ চেষ্টা বিফলে যাবে না আশা রাখছি।’

 

সর্বশেষ খবর