মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

অলিউল হক রুমীর চিরবিদায়

শোবিজ প্রতিবেদক

অলিউল হক রুমীর চিরবিদায়

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমী আর নেই। গতকাল ভোরে ক্যান্সারের কাছে হেরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন অলিউল হক রুমি। সম্প্রতি ভারতের চেন্নাই থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা। অভিনেতা জিয়াউল অপূর্ব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে এ সংক্রান্ত বার্তা দিয়েছেন আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করে অভিনেত্রী শাহনাজ খুশী বলেন, ‘রুমী ভাই আমাদের সবার প্রিয় অভিনেতা। কয়েক মাস আগে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতেও পারিনি। আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল। দেখা হলেই বন্ধু বলে সম্বোধন করতেন।’

 

অভিনয়ে তিন দশকের বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। ১৯৮৮ সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের ‘এখনো ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাঁর। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও। অভিনয়নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন। পর্দায় তাঁর উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে দর্শকদের। সর্বশেষ তার অভিনীত নাটক ‘বকুলপুর’। নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি।

 

সর্বশেষ খবর