বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

খালিদ স্মরণে সংগীত প্রতিযোগিতা

শোবিজ প্রতিবেদক

খালিদ স্মরণে সংগীত প্রতিযোগিতা

টিভি মেট্রো মেইল কানাডার ব্যানারে সংগীত শিল্পী খালিদকে স্মরণ করে অনলাইনে শুরু হচ্ছে ‘টিএমএম বাংলা সংগীত প্রতিযোগিতা ২০২৪’। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পীরা। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিচারক হিসেবে থাকবেন সংগীত শিল্পী তপন চৌধুরী, সামিনা চৌধুরী, আশিকুজ্জামান টুলু, সাইদ হাসান টিপু (অবসকিউর), তানভীর তারেক এবং তরুণ মুন্সী। উত্তর আমেরিকায় বসবাসরত ১৬ বছরের ঊর্ধ্বে যে কোনো প্রতিযোগী রেজিস্ট্রেশন করে নিজের গানের ভিডিও পাঠাতে পারবেন। প্রতিযোগী সেরা দশজনকে নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হবে তিন পর্বের ফাইনাল রাউন্ড। জনপ্রিয় সংগীত তারকা আশিকুজ্জামান টুলু জানান, ‘পুরো আয়োজনটি সদ্য প্রয়াত সংগীত শিল্পী খালিদকে স্মরণ করে করা হচ্ছে। এ প্রতিযোগিতাটির মাধ্যমে আমরা উত্তর আমেরিকাতে বাংলা সংগীতের জন্য প্রতিভাবান সংগীতশিল্পীদের উৎসাহিত করতে চাই।’ মে ২৫, ২৬ এবং জুনের ১ তারিখ টরন্টো-নিউইয়র্ক সময় দুপুর ১২টা আর ঢাকা সময় রাত ১০টায় যথাক্রমে অনুষ্ঠিত হবে এ তিনটি পর্ব।

সর্বশেষ খবর