শিরোনাম
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মা হিসেবে ইতিহাস গড়লেন বাঁধন

সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন

শোবিজ প্রতিবেদক

মা হিসেবে ইতিহাস গড়লেন বাঁধন

ফের নতুন ইতিহাস গড়লেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনিই বাংলাদেশের প্রথম মা যিনি সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন। আদালতের নির্দেশই মা হিসেবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন এই অভিনেত্রী। সোমবার এই অভিভাবকত্ব পেয়েছেন বাঁধন। এর আগে বাংলাদেশের আর কোনো মহিলা এই স্বীকৃতি বা সন্তানের অভিভাবকত্ব পাননি। তাঁকে এই স্বীকৃতি দেওয়ার সঙ্গেই নাবালক সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাই কোর্ট। ২২ এপ্রিল নাবালক সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৪ আগস্টের মধ্যে এই কমিটিকে নীতিমালা দাখিল করতে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত হাই কোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন। উচ্চ আদালতের এই রুল জারির পর ভীষণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার অর্জনটা শুধু আমারই থাকুক তা চাই না, আমি চাই বাংলাদেশের সব মেয়ের অধিকার থাকুক তার সন্তানের ওপর।’ মায়ের এই অর্জন সম্পর্কে মেয়ের কি কোনো ধারণা আছে? বাঁধন বলেন, ‘ও বুঝতে পারে। তবে এত কিছু ওর ধারণায় নেই। শুধু জানে, ওর মা ওকে কাছে রাখার জন্য লড়াই করেছে এবং জিতেছে। তার মা একজন ফাইটার। ও বুঝতে পারে মা ওর জন্য কী করেছে।’

সর্বশেষ খবর