শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জয় অবাঞ্ছিত, ২৩ এপ্রিল চলচ্চিত্রের কালো দিবস

শোবিজ প্রতিবেদক

বিএফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিনোদন সাংবাদিকরা। এ সময় ২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস হিসেবে ঘোষণা দেন সাংবাদিকরা। পাশাপাশি সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী হামলার নেতৃত্ব দেওয়া ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। ২৩ এপ্রিল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়ান শিল্পীরা। ইতোমধ্যে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুজন সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি। বুধবার রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে জানানো হয়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শিবা শানু ও সুশান্তকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে ন্যক্কারজনক এই ঘটনার দিন ২৩ এপ্রিলকে ‘কালো দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা। এই তারিখে বিনোদন সাংবাদিকরা কোনো সিনেমার খবর প্রকাশ করবেন না। এখন থেকে প্রতিবছর ২৩ এপ্রিল ‘কালো দিবস’ হিসেবে পালিত হবে।

 

সর্বশেষ খবর