শিরোনাম
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

রাফির সিনেমা অপ্রদর্শনযোগ্য

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড জানিয়েছে প্রদর্শনযোগ্য নয় পরিচালক রায়হান রাফির নতুন ছবি ‘অমীমাংসিত’। সিনেমাসংশ্লিষ্টদের লম্বা সময় অপেক্ষা করানোর পর ২৪ এপ্রিল সিদ্ধান্ত জানান বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন। লিখিত চিঠিতে জানানো হয় ছাড়পত্র না দেওয়ার পেছনে চারটি উল্লেখযোগ্য কারণ। সেগুলো হলো- চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। দ্বিতীয়টি হলো, সিনেমাটিতে কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। তৃতীয়টি হলো, এ ধরনের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনাসংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন এবং সর্বশেষটি হলো, চলচ্চিত্রটির কাহিনি/বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে। এমন সিদ্ধান্তে নারাজ সিনেমাটির পরিচালক রায়হান রাফি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়াও।

সর্বশেষ খবর