সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

এক বাংলার নায়িকারা অন্য বাংলায়ও সফল

এক বাংলার নায়িকারা অন্য বাংলায়ও সফল

এপার বাংলার ছবিতে কখনো ওপার বাংলার নায়িকা আবার ওপার বাংলার ছবিতে এপার বাংলার নায়িকারা অভিনয় করে যাচ্ছেন। প্রশংসিত এবং সম্মানিতও হচ্ছেন তারা।  দুই বাংলার এমন কজন গর্বিত চলচ্চিত্র তারকার কথা তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ

 

জয়া আহসান

২০১৩ সালে কলকাতার ছবি অরিন্দম শীলে ‘আবর্ত’ দিয়ে ওপার বাংলার বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ২০১৫ সালে সেখানে সৃজিতের ‘রাজকাহিনী’ ছবি দিয়ে বিদেশের মাটিতে ঝড় তোলেন তিনি। এরপর ওপার বাংলায় একে একে ‘রাজকাহিনী’, ‘ফেরেশতে’, ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’, ‘ওসিডি’, ‘ভূতপরী’, ‘বিসর্জন’ ‘দশম অবতার,’ ‘কড়ক সিং’ ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, ‘ঈগলের চোখ’, ‘ভালোবাসার শহর’, ‘ক্রিসক্রস’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’সহ আরও অনেক ছবিতে অভিনয় করে সফলতা ও সম্মাননা পান জয়া। এদিকে বলিউডের ‘পিংক’ খ্যাত  বাঙালি নির্মাতা অনিরুদ্ধ  ছবি নির্মাণ করতে যাচ্ছেন জয়া আহসানকে নিয়ে। ছবির নাম ‘ডিয়ার মা’। নাম ভূমিকায় অভিনয় করবেন জয়া-ই।

 

মিথিলা

অভিনেত্রী মিথিলাকে ওপার বাংলার ছবিতে দেখা যাচ্ছে কয়েক বছর ধরে। সর্বশেষ চলতি বছর সেখানে মুক্তি পায় ‘ও অভাগী’ নামের একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে। এটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা অনির্বাণ চক্রবর্তী। ওপারে মিথিলার প্রথম সিনেমা আসে ২০২২ সালে। পশ্চিমবঙ্গের নির্মাতা শৌভিক কুন্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ নামের ওই সিনেমায় সমালোচকদের কাছে মিথিলার কাজ প্রশংসা পেয়েছিল। এরপর সেখানে মুক্তি পায় মিথিলার ‘নীতিশাস্ত্র’ ও ‘মায়া’। ‘মায়া’ ছবিটিতে মিথিলার অভিনয় বেশ প্রশংসিত হয়।

 

তারিন জাহান

এবার কলকাতার সিনেমায় অভিষেক হলো টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের। সিনেমার নাম ‘এটা আমাদের গল্প।’ ২৬ এপ্রিল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে। নির্মাণ করেছেন মানসী সিনহা। তারিন বলেন, মূলত সেই সংসারের গল্প নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনি। আমি এখানে অভিনয় করেছি অপরাজিতা আঢ্যের ছেলের বউয়ের চরিত্রে। চরিত্রের নাম মিসেস বসু।

 

আজমেরী হক বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কলকাতায় সৃজিত মুখার্জির ‘মুশকান’, শঙ্খ দাসগুপ্তের ‘সুলতানা’, বিশাল ভরদ্বাজের ফিকশন নেটফ্লিক্সের ‘খুফিয়া’সহ অনেক ছবিতে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

 

নুসরাত ফারিয়া

২০১৫ সালে নুসরাত ফারিয়ার সিনেমা ক্যারিয়ার শুরু বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে। এরপর যৌথ প্রযোজনার হিরো-৪২০, বাদশাহ, ধ্যাততেরিকি, বস টু এবং ইন্সপেক্টর নটিকে ছবিগুলোতে অভিনয় করে নুসরাত ফারিয়া প্রশংসিত হন।

 

সোহানা সাবা

২০১৬ সালে কলকাতার অয়ন চক্রবর্তীর ছবি ‘ষড়রিপু’তে প্রথম অভিনয় করেন। এরপর কলকাতার আরেকটি ছবি ‘এপার ওপার’-এ অভিনয় করেন সাবা।

 

তাসনিয়া ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কলকাতার অতনু ঘোষের নির্মিত ‘আরও এক পৃথিবী’ শিরোনামের ছবিতে অভিনয় করেছেন এবং এ ছবির জন্য ফিল্ম ফেয়ার বাংলা অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেন।

 

অরিন

২০১৮ সালে অরিন একে একে অভিনয় করেন কলকাতার অপরাজেয়, শর্টকাট, আমার ভয়, আরক্ত, রংমহল প্রভৃতি ছবিতে।

 

আরও যারা-

দেশ স্বাধীনের পর থেকে এপারের নায়িকারা ওপারের ছবিতে কাজ করছেন।  এর মধ্যে ববিতা (অশনিসংকেত), শাবানা (বিরোধ), রোজিনা (অবিচার), নতুন (অবিচার)সহ অনেকে।

 

পাওলি দাম

এদিকে আবারও ঢাকার সিনেমায় পাওলি দামকে দেখা যাবে। ফাখরুল আরেফীন খানের ছবি ‘নীল জোছনা’র কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। পাওলিকে এ ছবিতে  দেখা যাবে প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায়। এর আগে শাকিব খানের বিপরীতে এপার বাংলার ‘সত্তা’ সিনেমায় অভিনয় করেছিলেন পাওলি দাম।

 

ইধিকা পাল

অন্যদিকে ঢাকার নির্মাতা হাসিবুর রেজা কল্লোল নির্মাণ করতে যাচ্ছেন ‘কবি’ শিরোনামের একটি ছবি। এর নায়িকা হলেন কলকাতার চিত্রনায়িকা ইর্ধিকা পাল। এপার বাংলায় নির্মাতা হিমেল আশরাফ কলকাতার টিভি সিরিজের নায়িকা ইধিকাকে ছবির নায়িকা করে আনেন তার ‘প্রিয়তমা’ ছবিতে।

 

দর্শনা বণিক

দর্শনা বণিক বছরকয়েক আগে বাংলাদেশের ছবি ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’য় অভিনয় করেছিলেন। এরপর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ ছবিতে একটি আইটেম গানে অংশ নেন দর্শনা।

 

বাংলাদেশের ছবিতে ওপার বাংলার নায়িকার অভিনয় করাটা নতুন কোনো বিষয় নয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এ দেশের ছবিতে কলকাতার নায়িকাদের অভিনয় করা শুরু হয়। এ দেশে প্রথম কলকাতার নায়িকাকে নিয়ে কাজ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। ১৯৭৫ সালে তিনি কলকাতার ছবির নায়িকা সোমা মুখার্জিকে নিয়ে নির্মাণ করেন ‘এপার ওপার’ ছবিটি।  গত কয়েক বছরে ঢাকায় যৌথ বা একক প্রযোজনার হাত ধরে ঋতুপর্ণা ছাড়াও কলকাতার যেসব নায়িকা কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন- শুভশ্রী [আমি শুধু চেয়েছি তোমায়, প্রেম কী বুঝিনি, নবাব], পাওলি দাম [সত্তা], শ্রাবন্তী [শিকারি, নবাব, চালবাজ, যদি একদিন], প্রিয়াঙ্কা সরকার [হৃদয়জুড়ে]। এ ছাড়াও এপারে ওপার বাংলার যত নায়িকা কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন- শতাব্দী রায়, বনশ্রী, ঝুমুর গাঙ্গুলী, জয়শ্রী কবির, সুনেত্রা, দেবশ্রী, মুনমুন, সন্ধ্যা রায়, আলপনা গোস্বামী, ইন্দ্রানী হালদার, রচনা ব্যানার্জি, শ্রীলেখা মিত্র, মাহিমা, রিংকু ঘোষ, মিত্র যোশী, মধুমিতা, প্রিয়া, রিয়া সেন, রাইমা সেনসহ অনেকে।

সর্বশেষ খবর