মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
আন্তর্জাতিক নৃত্য দিবস

সম্মাননায় শামীম আরা নিপা

শোবিজ প্রতিবেদক

সম্মাননায় শামীম আরা নিপা

গতকাল ছিল আন্তর্জাতিক নৃত্য দিবস। দিনটি উদযাপনে ২৩ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী উৎসব ও নৃত্যমেলার আয়োজন করেছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। সমাপনী দিনে সম্মাননা পান একুশে পুরস্কারজয়ী নৃত্যশিল্পী শামীম আরা নিপা। একই সঙ্গে এদিন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নৃত্য দিবসের মূল অনুষ্ঠান। সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গল নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। পরিবেশনা শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। বিকাল ৫টায় একাডেমির নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান। শামীম আরা নিপাকে সম্মাননা প্রদান ছাড়াও ২০২২ ও ২০২৩ সালের নৃত্যাচার্য বুলবুল চৌধুরী স্মৃতি পদক দেওয়া হয় মো. ইলিয়াস চৌধুরী ও ড. নিগার চৌধুরীকে। আলোচনায় অংশ নেন দুই নৃত্যগুরু শিবলী মোহাম্মদ ও মুনমুন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। আমন্ত্রিত অতিথি ছিলেন নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পাশাপাশি  আন্তর্জাতিক নৃত্য দিবস-২০২৪ উপলক্ষে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ দুই দিনব্যাপী নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে।

 

সর্বশেষ খবর