বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

মিথিলার চার সিনেমা

শোবিজ প্রতিবেদক

মিথিলার চার সিনেমা

গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মিথিলা। কাজলরেখায় তিনি কঙ্কণদাসী চরিত্রে অভিনয় করেছেন। দর্শকও বাড়ছে দিন দিন কাজলরেখার। এদিকে মিথিলা তার সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে জানান, দুই বাংলায় তার অভিনীত চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। বাংলাদেশে যে দুটি সিনেমা রয়েছে সেগুলো হলো- অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ ও লুবনা শারমিনের ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। অন্যদিকে ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় রয়েছে অর্ণব মিদ্দার ‘মেঘলা’ ও দুলাল দের ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমা। এদিকে অফিশিয়াল কাজে বেশ কিছুদিন কানাডায় থাকার পর ২৬ এপ্রিল রাতে ঢাকায় এসেছেন মিথিলা। এসে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন অফিসের কাজেই। মুক্তি প্রতীক্ষিত চারটি সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘চারটি সিনেমা নিয়েই আমি আশাবাদী। বিশেষত মেঘলায় আমাকে নামভূমিকায় দেখা যাবে। বাকিগুলোর গল্প ও নির্মাণ এক কথায় দুর্দান্ত।’

 

সর্বশেষ খবর