বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

আসছে ‘রঙ বাজার’

শোবিজ প্রতিবেদক

আসছে ‘রঙ বাজার’

নতুন উদ্যমে চলছে ঈদুল আজহার প্রস্তুতি। এরই মধ্যে আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত নির্মাতা রাশিদ পলাশের দুই সিনেমা। সেগুলো হলো ‘ময়ূরাক্ষী’ ও ‘রঙ বাজার’। দুটি সিনেমাই কোরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা। রাশিদ পলাশ বলেন, ‘ময়ূরাক্ষীর কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদে মুক্তি পাবে ময়ূরাক্ষী। সেই সঙ্গে বিনোদনে ভরপুর তারকাবহুল রঙ বাজার সিনেমাটিও কোরবানির ঈদে মুক্তি দিতে যাচ্ছি। আশা করি দুটি সিনেমাই দর্শকের মন ভরাবে।’ রঙ বাজারে অভিনয় করেছেন জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, লুৎফুর রহমান জর্জ, বড়দা মিঠু।

 

সর্বশেষ খবর