শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

রোজীর ‘পঞ্চনারী আখ্যান’

শোবিজ প্রতিবেদক

রোজীর ‘পঞ্চনারী আখ্যান’

৬ মে সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে হারুন রশীদের রচনায় শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় এবং রোজী সিদ্দিকীর একক অভিনীত ঢাকা থিয়েটারের ৩৭তম প্রযোজনা ‘পঞ্চনারী আখ্যান’। এ নাটকে পাঁচ নারী চরিত্রে একাই অভিনয় করছেন রোজী সিদ্দিকী। নাটকে তার অভিনীত চরিত্রগুলোর নাম জোলেখা, অন্তরা, মনোরমা, মরিয়ম এবং মমতাজ। এ পাঁচ চরিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের পাঁচ নারীর মর্মন্তুদ জীবনকাহিনি উঠে এসেছে। প্রাণভয়ে পালিয়ে বেড়ানো জোলেখার গল্প দিয়ে শুরু হবে নাটক। এরপর রঙিন দুনিয়ার মানুষ অন্তরা এসে শোনাবে তার অন্তরালের কথা। মেডিকেল সার্টিফিকেটে সন্তান না হওয়ার দায় স্বামীর হলেও পরিবার ও সমাজ মনোরমাকে দোষারোপ করে। আর স্বামীর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ঘরছাড়া হয় মরিয়ম। সবশেষে মঞ্চে উঠে আসে মুঘল সম্রাট শাহজাহানের পত্নী মমতাজ মহল। এ নাটকের সহকারী নির্দেশক হিসেবে রয়েছেন রুবাইয়াৎ আহমেদ ও সাইদ রিংকু। মঞ্চ পরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সংগীত পরিকল্পনায় রয়েছেন শিমূল ইউসুফ ও চন্দন চৌধুরী এবং পোশাক পরিকল্পনায় আছেন নাসরিন নাহার।

উল্লেখ্য, শিল্পকলায় ২০১২ সালের নভেম্বরে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর