বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

ওটিটিমুখী জনপ্রিয় তারকারা...

পান্থ আফজাল

ওটিটিমুখী জনপ্রিয় তারকারা...

চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী ওয়েব সিরিজ ‘তাকদির’, ‘কারাগার’, ‘ঊনলৌকিক’, ‘নীল দরজা’, ‘ডার্করুম’,  ‘মুন্সিগিরি’, ‘দুই দিনের দুনিয়া’, ‘লেডিস এন্ড জেন্টলম্যান’, ‘কন্ট্রাক্ট’, ‘বলি’, ‘জাগো বাহে’, ‘পেট কাটা ষ’, ওভারটাম্প’, ‘রুমি’, ‘কালপুরুষ’-এ অভিনয় করেছেন।

 

আজমেরী হক বাঁধন

 ‘ডার্করুম’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ছাড়াও বলিউডে ওয়েব সিরিজ ‘খুফিয়া’তে অভিনয় করেন। এরই মাঝে বাংলাদেশের নির্মাতা শঙ্খদাশ গুপ্তের ‘গুটি’তে সুলতানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। সম্প্রতি বলিউড পরিচালক প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থলজি ফিল্ম ‘ফেয়ার এ্যান্ড আগলিতে’ অভিনয়ের প্রস্তাব এসেছে বাঁধনের কাছে।

 

মোশাররফ করিম

মোশাররফ করিমও ‘ভালোবাসা’, ‘মহানগর’-এ কাজ করেছেন। মহানগরের সিক্যুয়ালেও তাকে দেখা যায়। এ ছাড়া ‘মোবারকনামা’, ‘দাগ’, ‘দৌড়’ তার অভিনীত আরেকটি অন্যতম কাজ।

 

রাফিয়াথ রশীদ মিথিলা

মিথিলা ওটিটিতে ‘অমানুষ’, ‘মাইসেলফ অ্যালেনস স্বপন’, ‘কন্টাক্ট’, ‘সাহসিকা’ (টিভি ফিল্ম) ওপার বাংলার ‘মায়া’য় কাজ করেছেন।

 

আফরান নিশো

‘মরীচিকা’ ওয়েব সিরিজে খল চরিত্রে তার অভিনয় সবার নজর কাড়ে। ‘কইজার’, ‘সিন্ডিকেট’, ‘সাড়ে ষোল’  ‘বিউটি এ্যান্ড দ্য বুলেট’, ভিকি ওয়েবফিল্ম ‘রেডরাম’, ‘শুক্লপক্ষ’, শিহাব শাহীনের ‘নীল জলের কাব্য’, ‘সিটি অব এরর’, ‘মাইনকার চিপায়’, ‘দ্বিতীয় কৈশর’-এ অভিনয় করেছেন। 

 

মনোজ প্রামাণিক

আরেক অনবদ্য অভিনেতা মনোজ প্রামাণিক করেছেন ‘টুইন রিটার্নস’, ‘বাঘবন্দী সিংহবন্দী’, ‘সন্দেহের অবকাশ’, ‘টু ম্যাড ম্যান’, কিসলু গোলাম হায়দারের (বঙ্গ) ‘লাবণী’, অংশুর ‘ইচিং বিচিং প্রাইভেট কোচিং’সহ বেশ কিছু ওয়েব কনটেন্ট।

 

খায়রুল বাসার

সম্প্রতি অভিনয় দিয়ে নজর কেড়েছেন খায়রুল বাসার। তিনি করেছেন ‘বিলাপ’, ‘একাত্তর’, বঙ্গবব প্রজেক্টের ‘চরের মাস্টার’, আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’সহ বেশ কিছু ওয়েব কনটেন্ট।

 

ইন্তেখাব দিনার

সবসময়ে দুর্দান্ত ইন্তেখাব দিনার ‘দ্বিখন্ডিত’ দিয়ে দর্শক নজর কেড়েছেন। আগে করেছেন ‘ঢাকা মেট্রো’। এরপর করেছেন কাজল আরেফিন অমির ‘অসময়’।

 

তাসনিয়া ফারিণ

এ সময়ের অন্যতম অভিনেত্রী তাসনিয়া ফারিণ ফারুকীর ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। এরপর করেছেন ‘অসময়’ ‘পূনর্মিলনে’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘নিঃশ্বাস’, ‘শহর ছেড়ে পরাণপুর’, ‘বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি’ প্রভৃতি।

 

ওটিটিতে আরও যারা সপ্রতিভ...

মৌসুমী হামিদ, নুসরাত ফারিয়া, তাহসান খান, মুস্তফা মনোয়ার, সুবর্ণা মুস্তাফা, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়ম, জিয়াউল পলাশ, জাকিয়া বারী মম, তারিন জাহান, মৌটুসী বিশ্বাস, ইয়াশ রোহান, তারিক আনাম খান, ইরেশ যাকের, সানজিদা প্রীতি, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, নওশাবা, সাফা, অপূর্ব, বিদ্যা সিনহা মিম, পপি, তৌকীর আহমেদ, জোভান, নিপুণ, আইরিন, একে আজাদ আদর, পার্থ বড়ুয়া, ফরহাদ লিমন, নাজিফা তুষি, আর এ রাহুল, এলিনা শাম্মি, নাসির উদ্দিন খান, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, আঁচল আঁখি, রাহা তানহা খান, মৌ খান, ইমি, ফারহানা হামিদ, এ বি এম সুমন, বিপাশা কবির, জলি, সাঞ্জু জন, শিপন, দীপালি, শবনম ফারিয়া, রুনা খান, লুৎফর রহমান জর্জ, মাজনুন মিজান, মাসুম বাশার, জয় রাজ, সমাপ্তি মাসুক, আশরাফুল আশিষ, পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্ত, সুমন আনোয়ার, আমান রেজা, রিও, ইমতু রাতিশ, অ্যানি খান, ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, আয়েশা সালমা মুক্তি, প্রত্যয় হিরণ, মাহিমা, রাশেদ, অনিক, আরোশ খান, কারার মাহমুদ, সারিকা সাবাহ, আবির মির্জা, সরকার রওনক রিপন, দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সেলিনা আফ্রি, আসিফ নূর, শামীম হাসান সরকার, রিয়া, শরাফ আহমেদ জীবন, টয়া, এফএস নাঈম, দোয়েল ম্যাশ, আইরিন আফরোজ, মনিরা মিঠু, প্রিতম হাসান, অপু ভাই, আইশা খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর