শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

আজ ইভানের ‘পটু’

শোবিজ প্রতিবেদক

আজ ইভানের ‘পটু’

আজ মুক্তি পেতে যাচ্ছে ‘পটু’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইভান সাইর। তার বিপরীতে দেখা যাবে আফরা সাইরাকে। দুজনেরই এটি প্রথম সিনেমা। আরও অভিনয় করেছেন শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদার প্রমুখ। পরিচালক ও প্রধান অভিনয় শিল্পীদের বেশির ভাগই নতুন। রাজশাহী শহরের চরখানপুরে সিনেমাটির শুটিং হয়েছে। চরখানপুর দুর্গম এলাকায় টানা ২২ দিন শুটিং হয়েছে ছবিটির। এরপর রাজশাহী শহর ও নওগাঁর কিছু লোকেশনে এর শুটিং হয়েছে। এ সম্পর্কে ছবির পরিচালক আহমেদ হুমায়ূন বলেন, ‘এই চলচ্চিত্রে নায়ক তথা পুরুষ প্রধান চরিত্রে আমরা সাবলীল এবং পরিমিত অভিনয় দক্ষতা, ভরাট কণ্ঠস্বর, সুন্দর বাচনভঙ্গি, চরিত্রের সঙ্গে মিলিয়ে মুখ অবয়ব, ভালো উচ্চতা, মার্জিত, শিক্ষিত এমনকি সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিজীবনে পরিচ্ছন্ন ইমেজ আছে এমন কাউকে খুঁজছিলাম। অনেকের মধ্য থেকে পরিচালকের দেখা চরিত্রের ধাঁচ অনুযায়ী, অডিশনের মাধ্যমে শেষ পর্যন্ত আমরা আমাদের প্রত্যাশিত অভিনেতা পেয়েছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর