শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

পুষ্পিতার গানে শুভ ও নির্জনা

শোবিজ প্রতিবেদক

পুষ্পিতার গানে শুভ ও নির্জনা

শুভ এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে প্রকাশিত হয়েছে নুজহাত সাবিহা পুষ্পিতার নতুন মৌলিক গান ও মিউজিক ভিডিও ‘মায়া লাগে’। গানটি লিখেছেন বর্তমান সময়ের এম এ আলম শুভ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ। ৩০০ ফুটের বিভিন্ন মনোরম পরিবেশে গানটির ভিডিও ধারণ করেছেন মনিরুল ইসলাম। গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে জুটি বেঁধেছেন এম এ আলম শুভ ও নির্জনা। গানটি নিয়ে আশাবাদী পুষ্পিতা জানালেন, ‘শুভ ভাইয়ার কথা এবং ফরহাদ ভাইয়ার সুর ও সংগীতায়োজন আমার খুব ভালো লেগেছে। আমি গাইতেও খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আশা করি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।’ পুষ্পিতার গাওয়া ‘পিরিত ভীষণ জ্বালা বিয়াই’ গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে নিজের মৌলিক গান ও টিভি প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি।

সর্বশেষ খবর