রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় পিয়াল নিহত

শোবিজ প্রতিবেদক

তরুণ প্রজন্মের ব্যান্ড ‘অড সিগনেচার’। আত্মপ্রকাশের অল্প সময়েই নিজেদের বৈশিষ্ট্য জাহির করতে সক্ষম হয়েছে। কিন্তু এ উঠতি সময়েই এলো বিশাল ধাক্কা। সড়ক দুর্ঘটনার কবলে গোটা ব্যান্ডের সদস্যরা। এর মধ্যে গায়ক ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল নিহত হয়েছেন। খবরটি ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, “সিলেট যাওয়ার পথে নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে ‘অড সিগনেচার’-এর গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সব সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহসান তানভীর পিয়াল এ দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।” জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ‘অড সিগনেচার’-এর মাইক্রোবাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিয়াল (২৩) ও সালাম (৪৩)। নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেনও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে দুর্ঘটনা ও পিয়ালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের মিউজিক আঙিনায়। ভক্ত-শ্রোতা থেকে শুরু করে শিল্পীরাও শোকে স্তব্ধ। ‘শিরোনামহীন’ এর ভোকাল শেখ ইশতিয়াক বলেছেন, ‘কোনোভাবেই মানতে পারছি না!’। ২০১৭ সালে আত্মপ্রকাশ করেছিল ‘অড সিগনেচার’। অল্প সময়ের মধ্যেই তরুণ প্রজন্মের কাছে ব্যান্ডটি গ্রহণযোগ্যতা পায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর