মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

স্মৃতিকাতর পূজা চেরি

শোবিজ প্রতিবেদক

স্মৃতিকাতর পূজা চেরি

নায়িকা পূজা চেরি গত ২৪ মার্চ মা ঝর্ণা রায়কে হারিয়েছেন। মায়ের মৃত্যুর পর থেকে ভালো নেই এ নায়িকা। প্রতিটি পদক্ষেপেই মাকে মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েন পূজা। মা দিবসে আরও বেশি করে তার প্রয়াত মাকে অনুভব করছেন পূজা। মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পূজা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মামণি দেখেছ? তুমি কী পচা কাজ করেছ, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে জল পড়তে দিলে! সারা জীবনই তো এই জল পড়বে গো মা। কী করে থামাব? মাকে নিয়ে পূজা বলেন, ‘ভালো থেক মামণি আর মনে রেখ তোমার হাতের লাঠিটা অনেক মিস করি, অনেক অনেক অনেক।’ সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে পূজা লেখেন, পৃথিবীর সব মা ভালো থাকুক।’ এরপর আরও একটি স্ট্যাটাস লিখেছেন, ‘আমি তো এত ভেঙে পড়ার মতো মেয়ে না। তবে আজকে কেন এত ভেঙে পড়ছি!’

 

সর্বশেষ খবর