বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

এবার স্বস্তিকা-রাজ জুটি

শোবিজ প্রতিবেদক

এবার স্বস্তিকা-রাজ জুটি

নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ। হিমু আকরামের পরিচালনায় ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমাতে নায়িকা থাকছেন স্বস্তিকা মুখার্জি। গত বছরের সেপ্টেম্বরে নির্মাতা হিমু আকরাম সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন। তখন নায়িকা হিসেবে স্বস্তিকা মুখার্জির নাম বললেও তার বিপরীতে কে অভিনয় করবেন, সেটা রহস্যে রেখেছিলেন। নির্মাতা বলেছিলেন, স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে। অবশেষে পাওয়া গেল স্বস্তিকার নায়ক। ‘আতলাবানু জোসনা দেখেনি’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থার সূত্রে স্বস্তিকার নায়ক হিসেবে শরিফুল রাজের চুক্তিবদ্ধ হওয়ার খবর জানা যায়। শরিফুল রাজ ও স্বস্তিকা ছাড়াও ‘আতলাবানু জোসনা দেখেনি’ সিনেমাতে মামুনুর রশীদ, ইরেশ যাকের, সোহেল মন্ডলসহ অনেকের অভিনয়ের কথা আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর