শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

মনামীর প্রশংসা

শোবিজ ডেস্ক

মনামীর প্রশংসা

কালজয়ী চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন ও কর্ম নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘পদাতিক’। এর মাধ্যমে প্রথমবার সৃজিত মুখার্জির নির্মাণে অভিনয় করলেন ঢাকার চঞ্চল চৌধুরী। আবার তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। চরিত্রের প্রয়োজনে চঞ্চল ও মনামী দুজনকেই নানা প্রস্তুতি ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। মনামী বলেন, ‘চঞ্চলদা হলেন খুব সহজ মনের মাটির মানুষ। আমি যতজন অভিনেতার সঙ্গে এতদিন কাজ করেছি, তাদের মধ্যে সবচেয়ে সহজ মানুষ হলেন চঞ্চলদা।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর