শিরোনাম
রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

ফের ভাঙছে লোপেজ-বেন সম্পর্ক

শোবিজ ডেস্ক

ফের ভাঙছে লোপেজ-বেন সম্পর্ক

বছরদুয়েক আগেই বিয়ে করেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। ২০২২ সালের ১৬ জুলাই তাদের বিয়ে হয়েছিল। তারা নিজেরা যেমন খুশি ছিলেন, ভক্তরাও হয়েছিল আনন্দিত। কিন্তু সেই সুখ টেকসই হলো না। এরই মধ্যে ফাটল ধরেছে বেন-জেনিফারের সম্পর্কে। বুধবার থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। অ্যাফ্লেক ও লোপেজ যৌথভাবে যে বাড়ি কিনেছিলেন, ইতোপূর্বে সেটা ছেড়ে দিয়েছেন অভিনেতা। গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন গায়িকা-অভিনেত্রী লোপেজ। ইনস্টাগ্রামে একটি পোস্টে লাইক দিয়ে বিচ্ছেদের আশঙ্কা উসকে দিয়েছেন তিনি।

সর্বশেষ খবর