শিরোনাম
রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

নিরব-স্পর্শিয়া জুটি আসছে

শোবিজ প্রতিবেদক

নিরব-স্পর্শিয়া জুটি আসছে

নিরব ও স্পর্শিয়া আবার জুটি বেঁধে বড় পর্দায় আসছেন। তারা অভিনয় করেছেন ‘সুস্বাগতম’ শিরোনামের একটি সিনেমায়। এটির নির্মাতা শফিকুল আলম। ২৪ মে প্রেক্ষাগৃহে ‘সুস্বাগতম’ সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করলেন এর নির্মাতা। দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নিরব বলেন, এতে আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনে চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয়ই আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আমি। আশা করছি পর্দায় সিনেমাটি দর্শক উপভোগ করবেন। স্পর্শিয়া বলেন, নিরবের সঙ্গে এর আগে একটি সিনেমায় কাজ করেছি, আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাছাড়া পরিচালক কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। আমি আশাবাদী।

সর্বশেষ খবর