শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

গৌতম বুদ্ধ আবুল হায়াত

শোবিজ প্রতিবেদক

 গৌতম বুদ্ধ আবুল হায়াত

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দুরন্ত টিভির উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা- সিজন ৩’ দেখা যাবে নাট্যজন আবুল হায়াতকে। বুদ্ধপূর্ণিমার দিনটি ভিন্নভাবে উদযাপন করতে সফদার ডাক্তারের বাড়ির শিশুদের মধ্যে চলে আনন্দ আয়োজন। শিশুরা এবং তাদের সফদার দাদু গৌতম বুদ্ধের জীবনীর ওপর মঞ্চনাটক করার পরিকল্পনা করে। গৌতম বুদ্ধের চরিত্রে থাকবেন সফদার ডাক্তার। সেই মঞ্চনাটককে ঘিরে ঘটতে থাকে নানান মজার কান্ড-কারখানা। বুদ্ধপূর্ণিমার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা- সিজন-৩’ প্রচারিত হবে ২২ মে দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। এতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন, রাইদা ঋ জুনি, অন্যান্য চরিত্রে আছেন সাজু খাদেম, প্রাণ রায়, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ। উল্লেখ্য, নাট্যজন আবুল হায়াত আর কয়েকদিন পরেই ৮০তম জন্মদিন উদযাপন করবেন। তিনি দীর্ঘজীবন নিয়ে উপলব্ধিতে বলেছেন, ‘আমি তৃপ্ত। নিজেকে সুখী মানুষ মনে করি। এক জীবনে এত মানুষের ভালোবাসা পেয়েছি, যা সবকিছুর সঙ্গে তুলনা করা যাবে না। সব সময়ই আমার চাওয়া কম ছিল, যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি।

সর্বশেষ খবর