শিরোনাম
বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের প্রেক্ষাগৃহে জাহ্নবী

শোবিজ ডেস্ক

বাংলাদেশের প্রেক্ষাগৃহে জাহ্নবী

এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ছবিটি আগামী ৩১ মে মুক্তি পাবে ভারতে। একই দিন বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা-প্রযোজক ও পরিবেশক অনন্য মামুন। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা মন্ত্রণালয়ে ছবিটির আমদানির আবেদন করেছি। আশা করছি এ সপ্তাহের মধ্যেই অনুমতি পেয়ে যাব। সব কিছু ঠিক থাকলে ভারতের সঙ্গে একই দিনে ছবিটি দেশে মুক্তি দিতে পারব।’ ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ আমদানির ব্যাপারে নিজের সোশ্যাল হ্যান্ডেলেও আভাস দিয়েছেন মামুন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই প্রথম জাহ্নবী কাপুরের সিনেমা দেখব বাংলাদেশের সিনেমা হলে।’

সর্বশেষ খবর