বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

সোহেল রানার উদ্বেগ

শোবিজ প্রতিবেদক

সোহেল রানার উদ্বেগ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বারবার আদালতের দ্বারস্থ হওয়া শিল্পীদের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানা। সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থগিতাদেশ চেয়ে চিত্রনায়িকা নিপুণ আক্তার হাই কোর্টে রিট করার এক সপ্তাহের মাথায় তিনি এই মন্তব্য করলেন। নিপুণের রিটের সমালোচনা করে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহেল রানা বলেন, ‘গত নির্বাচনের আগ পর্যন্ত কেউ শিল্পী সমিতির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আদালতে যায়নি। ছোট ছোট যে সমস্যাগুলো হয়েছে, তার সমাধান শিল্পীরাই করেছে। গতবার প্রথম নিপুণ আদালতে গেছে। এবারও তাই করল।’ নায়ক বলেন, ‘গতবার তার (নিপুণ) সঙ্গে প্যানেলের ১১ জন ছিল। এবার তার প্যানেল থেকে নির্বাচিত হওয়া তিনজন কিন্তু ইতোমধ্যে নতুন কমিটির সঙ্গে বসে মিটিং করেছে। আগের কমিটির মতো আলাদা থাকেনি। এবার আদালতে যাওয়ার বিষয়টি অকল্পনীয়, কল্পনাতীত। শিল্পী সমিতির আদালতের দ্বারস্থ হওয়া শিল্পীদের জন্য লজ্জার।’ নির্বাচনের পর নিপুণ মালা দিয়ে বিজয়ীদের বরণ করে নিয়েছেন উল্লেখ করে সোহেল রানা বলেন, ‘ওই দৃশ্য দেখার পর আমিও তাকে বাহবা দিয়েছিলাম। এক মাস না পেরোতেই সে আদালতে গেল। পুরো বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না।’ নিপুণ আলোচনায় থাকতেই হয়তো এবার হাই কোর্টে রিট করেছেন বলে দাবি করেন সোহেল রানা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর