বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

কানজয়ী অনসূয়া সেনগুপ্ত

পান্থ আফজাল

কানজয়ী অনসূয়া সেনগুপ্ত

অনসূয়া সেনগুপ্ত

৭৭তম কান উৎসবে হাজির হয়ে ইতিহাস গড়লেন বাঙালি অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য এবারের আসরের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার এ অভিনেত্রী। তিনিই প্রথম ভারতীয়, যিনি কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বঙ্গতনয়ার হাত ধরে যেন আরও একবার বিশ্ব মঞ্চে পৌঁছাল বাংলা। দ্য শেমলেস সিনেমায় অভিনয় করে কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এ সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন অনসূয়া সেনগুপ্ত। কানে অফিশিয়াল মনোনয়ন পাওয়ার পর থেকেই আলোচনায় ছিল কনস্টানটিন বোজানভ পরিচালিত ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’। কানে প্রিমিয়ারের পর থেকেই প্রশংসায় ভাসছিল সিনেমাটি। ছবিতে ‘রেনুকা’ চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া। ‘দ্য শেমলেস’ সিনেমাটির গল্প একজন যৌনকর্মীকে নিয়ে। যিনি দিল্লির একটি যৌনপল্লিতে এক পুলিশকে হত্যা করে ফেরার হন। এ যৌনকর্মীর চরিত্রেই অভিনয় করেছেন অনসূয়া। অভিনেত্রী তার এ পুরস্কার উৎসর্গ করেছেন বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে, যাদের যে লড়াই করার কথা হয়তো ছিল না কিন্তু করতে হচ্ছে। কানে সেরা হওয়ার তাৎক্ষণিক অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, এই মুহূর্তে আমি আনন্দে বিহ্বল। আমাকে কিছুটা সময় দিন। বাড়ি ফেরার আগে এর বেশি কিছু বলতে পারছি না। আশা করি বুঝবেন। খুব শিগগিরই একটা সংবাদ সম্মেলন হবে। তখন অনেক কিছু বলব। নিজের অনুভূতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে মুখিয়ে রয়েছি। উইলিয়াম ডালরিম্পলের ‘নাইন লাইভস’-এর আদলে তৈরি ‘দ্য শেমলেস’ সিনেমায় দুরন্ত অভিনয়ের জন্যই কান চলচ্চিত্র উৎসবের ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনসূয়া। কলকাতার এ মেয়ে পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মুম্বাইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। পরিচালক কিউ-এর মাধ্যমে বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের সঙ্গে তার আলাপ হয়। অনসূয়ার আঁকা দেখে মুগ্ধ হন পরিচালক। এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, আমার আর অনসূয়ার বন্ধুত্ব তার আঁকার জন্য। আমি ওর ছবিগুলো যত দেখেছি, নিজের সিনেমার চরিত্রকে চোখের সামনে দেখতে পেয়েছি। এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেত্রী এ চরিত্র করতে আগ্রহী ছিলেন। নাম বলব না। তবে অনসূয়ার মধ্যে এমন কিছু একটা ছিল যাতে আমার বিশ্বাস ছিল যে এই চরিত্রে ওই সবচেয়ে বেশি উপযুক্ত। এর আগে অনসূয়া অভিনয় করেছিলেন অঞ্জন দত্তর ‘ম্যাডলি বাঙালি’ সিনেমায়। সেই সিনেমাতে আবার ছিলেন অপরাজিতা আঢ্য। প্রাক্তন সহ-অভিনেত্রীর এ সাফল্যে গর্বিত অপরাজিতা।

 

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর কলাকুশলীদের সঙ্গে পুরস্কার হাতে পায়েল কাপাডিয়া

 

ইতিহাসে বাঙালিকন্যা পায়েল

চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে নিলেন ভারতীয় চলচ্চিত্রনির্মাতা পায়েল কাপাডিয়া। ২০২৪ এর কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিক্স পুরস্কারপ্রাপ্ত হলো তার পরিচালিত প্রথম ছবি, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। উৎসবের শেষ দিনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পেলেন তিনি। এদিন ছবির কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন পায়েল। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর স্ক্রিনিং দর্শকদের কাছ থেকে ৮ মিনিটের সংবর্ধনা পেয়েছে। গল্পের মূল কাহিনি একটি কোলাহলপূর্ণ শহরকে কেন্দ্র করে আবর্তিত। যার কেন্দ্রীয় চরিত্র তিনি, যিনি পেশায় একজন নার্স। যখন তিনি তার স্বামীর কাছ থেকে একটি রহস্যময় উপহার পান এরপর তার জীবনে একটি অপ্রত্যাশিত মোড় নেয়। তার সহ-বাসিন্দা অনুর সঙ্গে, এ জুটি একটি উপকূলীয় শহরে যাত্রা শুরু করে এবং একটি রহস্যময় অভয়ারণ্যে গিয়ে পৌঁছায়। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ একটি ইন্দো-ফরাসি সহপ্রযোজনা, যার সহপ্রযোজক হিসেবে কাজ করছে ফ্রান্সের পেটিট কেওস এবং ভারতের চক অ্যান্ড চিজ ফিল্মস। গ্র্যান্ড প্রিক্স জয় পায়েল কাপাডিয়ার ফিচার চলচ্চিত্রে আত্মপ্রকাশের সময় একটি বিশেষ মাইলফলক। কানে পায়েলের সাফল্যের ইতিহাস অবশ্য বহু পুরনো। এর আগে ‘আ নাইট অফ নোয়িং নাথিং’ নামে একটি ডকুমেন্টারির জন্য কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই পুরস্কার জিতেছিলেন। উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম (পাম ডি’ওর) জিতলো মার্কিন যুক্তরাষ্ট্রের ছবি ‘আনোরা’। শন বেকার পরিচালিত এ ছবি নিউইয়র্কের নাইটক্লাবের একজন নৃত্যশিল্পীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেরা অভিনেত্রী বিভাগে এমিলিয়া পেরেজ এবং ‘দ্য সাবস্ট্যান্স’-এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন কারালি ফারজেট। ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জেসি প্লেমনস। গত ১৪ মে থেকে শুরু হয় ১২ দিনের কান চলচ্চিত্র উৎসব। এ বছর জুরি প্রেসিডেন্টের আসনে রয়েছেন গ্রেটা গারউইগ, এ ছাড়াও বিচারকমন্ডলীর তালিকায় রয়েছে লিলি গ্ল্যাডস্টোন, কোরে-এদা হিরোকাজু, ইভা গ্রিন, ইব্রু সিলান, হুয়ান আন্তোনিও বায়োনা, নাদিন লাবাকি এবং ওমর সির নাম।

 

একনজরে কান উৎসব

মূল প্রতিযোগিতা :

স্বর্ণপাম : আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট্র)

গ্রাঁ প্রিঁ : পায়েল কাপাডিয়া, ভারত

সেরা অভিনেতা : জেসি প্লেমন্স

সেরা অভিনেত্রী : সেলেনা গোমেজ, জোয়ি স্যালডানা, আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন সেরা পরিচালক : মিগেল গোমেজ

আঁ সাঁর্তে রিগা

সেরা চলচ্চিত্র : ব্ল্যাক ডগ (গুয়ান হু, চীন)

সেরা অভিনেতা : আবু সনগারে

সেরা অভিনেত্রী : অনসূয়া সেনগুপ্ত (দ্য শেমলেস)

সেরা পরিচালক : রবার্তো মিনারভিনি

সম্মানসূচক স্বর্ণপাম

সম্মানসূচক স্বর্ণপাম : মেরিল স্ট্রিপ, স্টুডিও জিবলি, জর্জ লুকাস

ক্যামেরা দর : হল্ফদান উলমন তন্দেল (আরমান্ড, নরওয়ে; আঁ সাঁর্তে রিগা)

স্পেশাল মেনশন : মংগ্রেল (চাং ওয়ে লিয়েং, ইউ চাও ইন, তাইওয়ান)

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর