শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

মুক্তির প্রস্তুতিতে তুফান

শোবিজ প্রতিবেদক

মুক্তির প্রস্তুতিতে তুফান

কোরবানির ঈদে সবচেয়ে বড় চমক হিসেবে মুক্তি পাবে ‘তুফান’ সিনেমা। তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এটি নির্মাণ করছে। পরিচালনায় আছেন রায়হান রাফি। আর সিনেমার বিশেষ আকর্ষণ হিসেবে আছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। সঙ্গে চঞ্চল, মিমি, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত অভিনয়ের মুনশিয়ানা দেখাবেন। এখন তুফান নিয়ে আলোচনা তুঙ্গে। খোঁজ নিতে গিয়ে জানা গেল, শেষ হয়েছে শাকিব খানের ঈদুল আজহার ছবি তুফানের শুটিং। প্রায় ৪০ দিন ভারতে শুটিং হয়েছে। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও সম্পন্ন করেছেন শাকিব খান। এরপর তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে ঘরোয়া পার্টিতে অংশ নেন তিনি। তিনি তার ক্যারিয়ারের এ মাইলফলক স্পর্শ করাকে রঙিন করতে চান তুফানের সাফল্য দিয়ে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শুটিং শেষে এবার ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে তুফান ছবিতে সময়ের জনপ্রিয় সংগীত তারকা প্রীতম হাসানের তৈরি ‘লাগে উরাধুরা’ নামে একটি গান প্রকাশ পায়, যা শাকিব ভক্তদের মুগ্ধ করেছে।

সর্বশেষ খবর