রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

দ্যাশবাঙলার নাটক তালাশ

শোবিজ প্রতিবেদক

দ্যাশবাঙলার নাটক তালাশ

দ্যাশবাঙলা থিয়েটারের দর্শকনন্দিত নাটক তালাশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চায়ন হবে। রচনায় রশিদুল ইসলাম রাজা, নির্দেশনায় সৌজন্য অধিকারী। আলোক পরিকল্পনা ওয়াসিম আহমেদ, আলো প্রক্ষেপণ ওয়ালিদ খান। যন্ত্রী, বিমল দাস, অনিন্দ্য ইসলাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ অঞ্চলে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে বেদনাগাথা তালাশ। অভিনয়ে মানিক, গোধূলি, আননুর রাশাদ, তানজিন, কাজী ইকরাম, রাসেল আকোন, প্রভা শ্রেয়া, শচি শ্রেয়শী, মামুন, সাম্য সিদ্ধ ও মহান পাতাসহ অনেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর