শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

নিপুণের ভিডিও প্রকাশ

শোবিজ প্রতিবেদক

নিপুণের ভিডিও প্রকাশ

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে নিপুণকে নিয়ে ডিপজল বলেন, নিপুণের মূল ব্যবসাটা কী? আমি যে সিনেমা করছি, এটাই কি আমার মূল ব্যবসা? না, এটা আমার মূল ব্যবসা না। শুনলাম, নিপুণ পারলার দিয়েছেন। কী পারলার এটা? সেই পারলারে গিয়ে আপনারা দেখেন, সেটা কেমন পারলার। সেখানে কী হয়। ডিপজলের এমন মন্তব্যের পর সরব হয়েছেন নিপুণ। নিজের ফেসবুক থেকে পারলারের একটি লাইভ ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন- ‘আইব্রো ও ওমব্রো!’ এতে স্পষ্ট ডিপজলের প্রশ্নের উত্তর দিতেই ভিডিওটি পোস্ট করেছেন তিনি, এটা মনে করছেন অনেকেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর