শিরোনাম
শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

তাসনিয়া ফারিণের বার্তা

শোবিজ প্রতিবেদক

তাসনিয়া ফারিণের বার্তা

বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝেমধ্যে তাকে নিয়ে নানারকম খারাপ মন্তব্য করেন, খোঁচা দিয়ে কথা বলেন। কিন্তু সেসবকে রাইসা একদম পাত্তা দেন না। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে ঘিরে। সে এক দিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও ছাড়ে। আর নিমেষেই বদলে যায় রাইসার চারপাশ। এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তি’। এতে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর